TRENDING:

এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১. থাইল্যান্ডে ধারাবাহিক বিস্ফোরণে মৃত ৪, আহত ২১
advertisement

শুক্রবার ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল থাইল্যান্ড ৷ হুয়া হিন শহরে একটি রিসর্টে পরপর আটটি বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন ফুকেতেও ঘটে বিস্ফোরণ। আহত ২১ জনের মধ্যে সাতজন বিদেশি পর্যটক ছিলেন ৷ ৷ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলিকে বিস্ফোরণের জন্য টার্গেট করা হয়েছিল ৷ আহতদের জন্য স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়ছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ তবে ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি ৷

advertisement

২. বিজেপি নেতার কনভয়ে হামলা, প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় বিজেপি নেতার কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ বিজেপি নেতা ব্রিজপাল তেভাতিয়ার কনভয়ে প্রায় ১০০ গুলি রাউন্ড গুলি চালায় বন্দুকবাজরা ৷

৩. ফের মার্কিন মুলুকে আটকানো হল শাহরুখকে

ফের মার্কিন মুলুকে শাহরুখকে জেরা ৷ দীর্ঘক্ষণ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকানো হয় বলিউডের বাদশাহ খানকে ৷ তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে জেরা করেন মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ ঘটনার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন ৷ ট্যুইট করে শাহরুখ জানিয়েছেন, ‘নিরাপত্তা জরুরি আমিও জানি ৷ তবে প্রতিবার আটকালে ভালো লাগে না ৷ অপেক্ষা করছি আর পোকেমন খেলছি ৷’

advertisement

৪. দিল্লিতে ‘হিট অ্যান্ড রান’ ঘটনায় গ্রেফতার টেম্পো চালক

বৃহস্পতিবার অমানবিক ঘটনার সাক্ষী ছিল দিল্লির রাজপথ ৷ টেম্পোর ধাক্কায় মৃত্য হয় এক নিরাপত্তারক্ষীর ৷ ঘণ্টার পর ঘণ্টা রাস্তার ধারেই পড়ে থাকে নিরাপত্তারক্ষীর দেহ ৷ টেম্পোচালক রাস্তায় নেমে দেখেও না দেখার ভান ফের টেম্পো চালিয়ে চলে যায় ৷ দিল্লির সুভাষনগর এলাকার ঘটনা ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনা ৷ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে টেম্পো চালককে বৃহস্পতিবার সন্ধেয় গ্রেফতার করেছে পুলিশ ৷

advertisement

৫. মা উড়ালপুলের বেহাল অবস্থা, KMDA-র আধিকারিককে শো-কজ

শো-কজ করা হল মা উড়ালপুলের দায়িত্বে থাকা আধিকারিককে। গত মঙ্গলবার সামনে আসে উড়ালপুলের বেহাল অবস্থা। তারপরই ব্যবস্থা নিল KMDA কর্তৃপক্ষ। মা উড়ালপুল নিয়ে বিতর্ক পিছু হঠছে না। ২০১৫-র ৯ অক্টোবর শহরের বৃহত্তম উড়ালপুল গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হলেও বছর ঘুরতে না ঘুরতেই উড়ালপুলের উপরের রাস্তার ভগ্নদশা প্রকট হয়েছে।

advertisement

৬. ডেঙ্গি আতঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছে বৃষ্টি

ডেঙ্গি আতঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছে বৃষ্টি। শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টিতে ডেঙ্গির লার্ভা নষ্ট হলে শহরবাসীর স্বস্তি মিলবে। তবে নতুন করে  জমা জলে দেখা দিতে পারে নতুন সমস্যা। ছড়িয়ে পড়তে পারে জলবাহিত বেশ কিছু অসুখ। দুইয়ে মিলে যথেষ্টই বিভ্রান্ত শহরবাসী।

৭. অমানবিকভাবে ভাইপোকে খুনের চেষ্টা

এবার আর সুপারি কিলার নয়, নিজেই নিজের ভাইপোকে খুনের চেষ্টা করলেন কাকা। বাড়ির পিলারে বেঁধে, হাত-পায়ের শিরা কেটে, বাটখারা দিয়ে মাথায় আঘাত করে ভাইপোকে মারার চেষ্টা করলেন কাকা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার রেনিয়া গ্রামের।

৮. দু’ভাগ হতে চলেছে বর্ধমান জেলা

সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই নতুন জেলা ঠাঁই পাবে রাজ্যের মানচিত্রে। দুভাগ হতে চলেছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বর্ধমান। নতুন জেলার নাম কী হবে?  তা নিয়ে কৌতুহলের শেষ নেই স্থানীয়দের মধ্যে।

৯. স্বাধীনতা দিবসে টার্গেট ওয়াঘা

স্বাধীনতা দিবসে টার্গেট ওয়াঘা  ৷ ওয়াঘা সীমান্তে ২ তালিবানি আত্মঘাতী জঙ্গি ৷ পাক গোয়েন্দাবার্তায় সতর্কতা ৷ সতর্ক করা হল ভারত সরকারকেও ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ ৷

১০. পুরুলিয়ার সৈনিক স্কুলের ২ ছাত্র নিখোঁজ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরুলিয়ার সৈনিক স্কুলের ২ ছাত্র নিখোঁজ  ৷ গতরাত থেকে নিখোঁজ অষ্টম শ্রেণির ২ ছাত্র ৷ নিখোঁজ বিকাশ চৌহান ও শুভজিৎ মাণ্ডি ৷ বিকাশের বাড়ি কুলটিতে ৷ বোকারোয় বাড়ি শুভজিতের ৷ মফস্সল থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের ৷ খবর পেয়ে স্কুলে ২ ছাত্রেরই পরিবার ৷ বাড়ি যেতে গিয়েই নিখোঁজ বলে অনুমান ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর