৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আগেই পেশ করেছেন মেয়র। জমা দেওয়া তথ্য পর্যাপ্ত নয়, জানাল সিবিআই। তাই ফের ব্যাঙ্কের তথ্য জমা দেওয়ার নির্দেশ। ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নারদকাণ্ডে আগামিকালও মেয়রকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। আজকের জিজ্ঞাসাবাদে শোভন চট্টোপাধ্যায় টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বাড়িতে বা পুরসভায় অনেকেই দেখা করতে আসেন, তাই মনে রাখা সম্ভব নয়। দশটা পয়ত্রিশ নাগাদ নিজাম প্যালাসে জেরা শুরু হয়। জেরা শেষে সন্ধে সাড়ে ছ’টায় বেরিয়ে আসেন তিনি। টানা সাত ঘণ্টা চলে ম্যারাথন জেরা।
advertisement
সূত্রের খবর, এদিনের জেরায় সিবিআই সম্তুষ্ট নয়। তাই, শোভন চট্টোপাধ্যায়ের ২০১৪-১৫ অর্থবর্ষের আয়কর ফাইল চেয়েছে সিবিআই। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আগে পেশ করলেও তা পর্যাপ্ত নয় বলে ফের ব্যাঙ্কের তথ্য জমা দিতে হবে। ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নারদ স্টিং ফুটেজে মেয়রের সঙ্গে অম্লান লাহিড়ি নামে এক ব্যক্তিকে দেখা গিয়েছিল । তাঁকে ও মেয়রকে দু’জনকেই ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অম্লান লাহিড়িও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। আগামিকাল ডেপুটি মেয়র ইকবাল আহমেদকেও নিজাম প্যালেসে তলব করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল ইকবাল আহমেদকে।