TRENDING:

রাজ্যে ৫০০ এর নোটের আকাল, জেটলিকে চিঠি দিলীপ ঘোষের

Last Updated:

রাজ্যে প্রয়োজনের তুলনায় ৫০০ টাকা অনেকটাই কম। নোট বাতিলের পরই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ দিনে সেই অভিযোগ মানল রাজ্য বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে প্রয়োজনের তুলনায় ৫০০ টাকা অনেকটাই কম। নোট বাতিলের পরই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ দিনে সেই অভিযোগ মানল রাজ্য বিজেপি। নোটের ঘাটতি মেটাতে রাজ্যেকে ৫০০ টাকার বাড়তি নোট বরাদ্দ করার আবেদন রাজ্য বিজেপি সভাপতির। নোটের জোগান বাড়ানোর আবেদন জানিয়ে সেই চিঠি পৌঁছেছে অর্থমন্ত্রী অরুণ জেটলি, অমিত শাহদের কাছে।
advertisement

৩ সপ্তাহ আগে তোলা মুখ্যমন্ত্রীর সেই  অভিযোগ অবশেষে মানতে হল রাজ্য বিজেপিকে। নোট বাতিলের পর ১ মাস কাটলেও অবস্থা স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ব্যাঙ্ক ও এটিএমে শুধু ২ হাজার টাকার নোট।  রাজ্যবাসীর ভোগান্তিতে চিড় ধরতে পারে ভোটব্যাঙ্কে। সেই সম্ভাবনা আঁচ করেই সক্রিয় হলেন দীলিপ ঘোষরা। বিধানসভায় বসেই মানলেন খুচরো সমস্যার কথা।

advertisement

রাজ্যের জন্য ৫০০ টাকার নোটের বরাদ্দ বাড়ানোর আবেদন রাজ্য বিজেপি সভাপতি। সেই চিঠি পৌঁছেছে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে। চিঠি গিয়েছে সর্বভারতীয় বিজেপি সভাপতি, রাজ্যে দলের মুখ্য পর্যবেক্ষকের কাছেও। নোটের বরাদ্দ নিয়ে আবেদনের চিঠি অমিত শাহ, বিজয়বর্গীদের কেন? উঠে আসছে বেশ কিছু সম্ভাবনা।

- নোটের বরাদ্দ দিয়ে জেটলির ওপর চাপ বাড়াতেই এই পন্থা

advertisement

- নোট দুভোর্গে বাড়তে থাকা জনপ্রিয়তায় ভাটা পড়ার সম্ভাবনা

- খুচরো ও ছোট ব্যবসায়ী, কৃষকদের সমর্থন হারাতে হতে পারে

- নোটের বরাদ্দ না বাড়লে রাজ্যে দলের সমর্থন কমবে, এমনটাও বুঝিয়ে দিতে চেয়েছেন

- নোট বাতিলে যে দলের জনপ্রিয়তা প্রশ্নের মুখে, প্রচ্ছন্নভাবে এমন বার্তাও দেওয়া হয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোটের হার বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছ বিজেপি। নোট ভোগান্তি সেই সাফল্য ধুয়ে দিতে পারে। তার ওপর নোট বাতিলের আগে ১৪ টি রাজ্যে বিজেপির জমির কেনার তথ্য সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। বিধানসভায় নোট বাতিলে মানুষের ভোগান্তির কথা মানতে চাননি দিলীপ। তবে খুচরো সমস্যাকে তুলে ধরা যেন দেরিতে হলেও কার্যত বোধোদয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে ৫০০ এর নোটের আকাল, জেটলিকে চিঠি দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল