TRENDING:

রেড রোড কাণ্ডে ধৃত সাম্বিয়ার বন্ধু জনি

Last Updated:

পুলিশের হাতে ধরা পড়লেন সাম্বিয়ার বন্ধু জনি ৷ একবালপুর থেকে জনিকে গ্রেফতার করে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রথমে সাম্বিয়া ৷ তারপর শানু ৷ আর এবার জনি ৷ রেড রোড কাণ্ডে পুলিশ গ্রেফতার করল তিন নম্বর অভিযুক্তকে ৷ মঙ্গলবার সকালে একবালপুর থেকে গ্রেফতার করা হয় জনিকে ৷
advertisement

রেড রোডে অডি গাড়ির ধাক্কায় বায়ুসেনার অফিসারের মৃত্যুর ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সাম্বিয়া ও তাঁর দুই বন্ধু শানু ও জনি ৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে গোটা দেশেই জাল ফেলেছিল কলকাতা পুলিশ ও তদন্ত বিভাগের অফিসার ৷ শেষমেশ কলকাতার খিদিরপুর অঞ্চল থেকে গ্রেফতার হয় সাম্বিয়া ৷ দিল্লি থেকে গ্রেফতার করা হয় শানুকে ৷ মঙ্গলবার সকালে একবালপুরে পুলিশের জালে ধরা পড়ে আরেক বন্ধু জনি ৷ মোবাইল টাওয়ারের সূত্র ধরেই পুলিশের হাতে আসে জনি ৷ এ দিনই শানু এবং জনিকে ব্যাঙ্কশাল আদালতে তোনা হবে। তাঁদের চোদ্দো দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

একসঙ্গে কলকাতা থেকে রাঁচি পালালেও, রাঁচির পর সাম্বিয়া, শানু ও জনি আলাদা হয়ে যান ৷ পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বচসার জেরেই জায়গা বদল করেন এই তিন বন্ধু ৷ সাম্বিয়া ফেরেন কলকাতা, শানু চলে যান দিল্লিতে আর জনি একবালপুরে ৷ সাম্বিয়া ধরা পড়ার পর এক ভিডিও চ্যাটে সাম্বিয়াকে দায়ী করেন জনি ৷ শুধু তাই নয়, ঘাতক অডি গাড়িটিতে শানু ও জনি ছিল না বলেও ভিডিও চ্যাটে মন্তব্য করেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

জনি ৷ রহস্যের জট ছাড়াতে এই তিন বন্ধুকে একসঙ্গে বসিয়ে জেরার করার কথা ভাবছে কলকাতা পুলিশ৷ তবে এখনও অধরা মহম্মদ সোহরব ও আম্বিয়া৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোড কাণ্ডে ধৃত সাম্বিয়ার বন্ধু জনি