TRENDING:

পোস্তায় খালাসির দেহ উদ্ধারে দেরি হওয়ায় ক্ষুব্ধ বন্ধুরা

Last Updated:

শুক্রবার রাতে লরি থেকে উদ্ধার হয় এক খালাসির মৃতদেহ। বিবেকানন্দ উড়ালপুলের তলায় চাপা পড়া লরিটিকে গ্যাসকাটার দিয়ে কেটে দেহটি বের করতে হয়। মৃত খালাসির নাম আবদুল রেজ্জাক। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের বাসিন্দা। কাজের সূত্রেই তার সঙ্গে বন্ধুত্ব হয় ২ অন্ধ্র্প্রদেশের বাসিন্দার। কাজের তাগিদে তাঁরা পোস্তায় আসতেন। বৃহস্পতিবার উড়ালপুল দুর্ঘটনার পর থেকেই বন্ধুর খোঁজে ছিলেন তাঁরা। দেহ মেলার পর শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি, দুর্ঘটনার দিন ১ ঘন্টা সময় পেলে আবদুলকে জীবন্ত উদ্ধার করতে পারতেন তাঁরা। কিন্ত বন্ধুর খোঁজে তাঁরা সেদিন সেখানে গেলেও তাঁদের দুর্ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুক্রবার রাতে লরি থেকে উদ্ধার হয় এক খালাসির মৃতদেহ। বিবেকানন্দ উড়ালপুলের তলায় চাপা পড়া লরিটিকে গ্যাসকাটার দিয়ে কেটে দেহটি বের করতে হয়। মৃত খালাসির নাম আবদুল রেজ্জাক। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের বাসিন্দা। কাজের সূত্রেই তার সঙ্গে বন্ধুত্ব হয় ২ অন্ধ্র্প্রদেশের বাসিন্দার। কাজের তাগিদে তাঁরা পোস্তায় আসতেন। বৃহস্পতিবার উড়ালপুল দুর্ঘটনার পর থেকেই  বন্ধুর খোঁজে ছিলেন তাঁরা।  দেহ মেলার পর শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি, দুর্ঘটনার দিন ১ ঘন্টা সময় পেলে আবদুলকে জীবন্ত উদ্ধার করতে পারতেন তাঁরা। কিন্ত বন্ধুর খোঁজে তাঁরা সেদিন সেখানে গেলেও তাঁদের দুর্ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
পোস্তায় খালাসির দেহ উদ্ধারে দেরি হওয়ায় ক্ষুব্ধ বন্ধুরা