TRENDING:

মোহন ভাগবতের পর এবার বাতিল করা হল অমিত শাহের সভার অনুমতি

Last Updated:

মোহন ভাগবতের এবার অমিত শাহের সভার অনুমতি বাতিল নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চলতি বছরের অক্টোবরে একটি অনুষ্ঠানের জন্য আগে থেকে ভাড়া নেওয়া হলের অনুমতি বাতিলের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি ৷ এর জেরে তৈরি হয়েছে নয়া বিতর্ক ৷ মোহন ভাগবতের এবার অমিত শাহের সভার অনুমতি বাতিল নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷
advertisement

দলের নেতা সায়ন্তন বসু জানান, চলতি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে ৷ এর জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করতে চাওয়া হয়েছিল ৷ অগাস্ট ২৮ আবেদনপত্রও জমা দেওয়া হয় ৷ দু’দিন পর কনফার্মেশন লেটার দেওয়ার কথআ ছিল স্টেডিয়াম কর্তৃপক্ষের ৷ কিন্তু দু’দিন পর গেলে জানানো হয় যে পুজোর মাসে পুরোটাই স্টেডিয়াম বুক রয়েছে ৷ তাই সেটি দেওয়া যাবে না ৷

advertisement

সিস্টার নিবেদিতার জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ অক্টোবর একটি অনুষ্ঠানের জন্য মহাজাতি সদন ভাড়া নিয়েছিল নিবেদিতা মিশন ট্রাস্ট। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিতেন মোহন ভাগবত ৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীরও উপস্থিত থাকার কথা ছিল ওই অনুষ্ঠানে ৷ আয়োজক সংস্থার অভিযোগ, হঠাৎই সংস্কারের কাজ হবে হলে এই অজুহাতে বুকিং বাতিল করে দেয় মহাজাতি সদন কর্তৃপক্ষ ৷

advertisement

এরপরই তুঙ্গে ওঠে বিতর্ক ৷ বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে RSS প্রধান মোহন ভাগবতের উপস্থিতির কারণে অনুমতি দেয়নি রাজ্য সরকার ৷

অন্যদিকে, মহাজাতি সদন কর্তৃপক্ষের দাবি ওই নির্ধারিত সময়ে হলের ভিতর পূর্ত দফতরের মেরামতির কাজ চলবে ৷ তাই ওই সময় কোনও অনুষ্ঠান হওয়া সম্ভব নয় ৷ তাই বুকিং হওয়া সত্ত্বেও তা বাতিল করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বুকিংয়ের বিষয়টি সরকার কিংবা মন্ত্রী দেখে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷ দুটি সভা বাতিলের বিষয়কে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মোহন ভাগবতের পর এবার বাতিল করা হল অমিত শাহের সভার অনুমতি