TRENDING:

আজকের খবরের কাগজগুলি কী বলছে ?

Last Updated:

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷  সোমবারের  গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

জানলে টিকিট দিতাম না, ভাইদের পথে বসালেন দিদি

শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে থই পাচ্ছিলেন না গোড়া থেকেই। চড়া সুর ক্রমে খাদে নামছিল। এ বার ভয় পাওয়া মুখটা বেরিয়ে পড়ল পুরোপুরি। নারদ কাণ্ডে জড়িত ভাইদের আক্ষরিক অর্থেই পথে বসিয়ে রবি-সন্ধ্যায় খোলা মঞ্চ থেকে দিদি জানিয়ে দিলেন, আগে জানতে পারলে ওঁদের টিকিটই দিতেন না!

advertisement

বৌবাজার এলাকায় এ দিন সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নারদ প্রসঙ্গে সেখানেই তিনি বলেন, ‘‘হঠাৎ করে একটা বেআইনি কোম্পানিকে এনে কেন এ সব করছ? ভোট ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আগে জানলে নিশ্চয়ই ভাবতাম। কিন্তু প্রার্থী ঘোষণার পর তো আর বদলাতে পারি না।’’

অকেজো গুড়-জল, কেষ্টর জোশ যেন ফিকে

advertisement

ঢাক বেজেছিল। রবি ঠাকুরের গানের ব্যবস্থা হয়েছিল। গুড়-জলও ছিল। কিন্তু রবিবারের বীরভূম দেখল ওস্তাদ অনুব্রত মণ্ডলের তাল যেন কোথাও কেটে গিয়েছে। প্রায় তিন হাজার বুথে ভোটের পর বীরভূমে চড়াম চড়াম আওয়াজ হয়নি। গুড়-জলের স্টকও কাজে লাগেনি। প্রবল গরম উপেক্ষা করে ভোটাররা ইভিএমে পোঁ পোঁ আওয়াজ তুলেছেন। অনুব্রত মুখে ভাঙছেন না অবশ্য। এ দিনও বললেন, ‘‘কাল ছিল বাসন্তী পুজোর দশমী। বিসর্জন হয়েছে। ঢাকও বেজেছে।’’ কিন্তু কাজ হয়েছে কি? জবাব এল, ‘‘বয়সের কোনও শেষ নাই, মারের কোনও বয়স নাই। এটা যেন মনে থাকে।’’ আশানুরূপ ফল হবে না বুঝেই কি এমন নির্বিচার প্রহারের হুঙ্কার?

advertisement

রিগিং করাচ্ছেন! লকেটের তোপে অফিসার

মাসখানেকের প্রচারপর্বে কোনও বিতর্কে জড়াননি তিনি। বরং, তারকা-ইমেজ ঝেড়ে মেঠো পথে নেমে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, ‘আমি তোমাদেরই লোক’। রবিবার, ভোটের দিনে ময়ূরেশ্বরের সেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রে চরকি পাক দেওয়ার মাঝে কিন্তু মেজাজ হারালেন কয়েকবার। ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসারকে ধমকের ঘটনায় রিপোর্ট চেয়েছে। গ্রামবাসী থেকে দলের কর্মী, প্রচারে গিয়ে অনেককেই গোলমালের খবর পেলে জানাতে বলে রেখেছিলেন। আশ্বাস দিয়েছিলেন, ‘‘নিজে পৌঁছে যাব।’’ সে জন্যই এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ বেরিয়ে পড়েন লকেট। পরনে পেঁয়াজ রঙের শাড়ি, গেরুয়া ব্লাউজ আর কপালে বড় লাল টিপ। প্রথমেই তাঁর গাড়ি ছোটে মল্লারপুর ২ ব্লকের দিকে। একটি বুথের সামনে গাড়ি থেকে নামতেই ঘিরে ধরেন জনা কয়েক মহিলা। তাঁরা জড়িয়ে ধরে আশীর্বাদ করতেই হাসি ফোটে লকেটের মুখে।

advertisement

এত বড় স্পর্ধা মেয়ের, সিগারেট খায়!

কলকাতাকে লন্ডনের মতো উন্নত করার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর থাকতেই পারে। কিন্তু মানসিকতায় এই শহরবাসীর একাংশ যে একবিংশ শতকের দ্বিতীয় দশকেও কতটা পিছিয়ে, সেটা ফের বোঝা গেল বাংলা নববর্ষের দ্বিতীয় রাতে। যখন প্রকাশ্যে ধূমপান করার জন্য এক প্রাপ্তবয়স্ক নারীকে রাস্তায় কটূক্তির শিকার হতে হয়, প্রতিবাদ করায় তাঁর পুরুষ বন্ধুকে প্রহৃত হতে হয় এবং ঠেকানোর চেষ্টা করলে শারীরিক নিগ্রহও করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে। ধূমপান যে শরীর ধ্বংস করে, সেটা নতুন করে প্রমাণ হওয়ার অপেক্ষা রাখে না। আবার প্রকাশ্যে ধূমপান ও গুটখা খাওয়া আইনত নিষিদ্ধ। কিন্তু সেটা অনেকেই মানেন না। ওই আইনভঙ্গের জন্য শাস্তি হওয়ার নজির প্রায় নেই বললেই চলে। আর প্রেসিডেন্সির ওই পড়ুয়াকে কটূক্তি শুনতে হয়েছে ধূমপানের জন্য নয়, তিনি ‘মেয়ে’ হয়ে কেন ধূমপান করছেন, তার জন্য!

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রবিবার সাত জেলার ৫৬টি আসনে মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণ পর্ব মিটল। উত্তরবঙ্গের ছ’টি এবং দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও মারধরের ঘটনায় কয়েকজন জখম হয়েছে। এদিন নির্বাচন আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এক প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে এদিন বিতর্কে জড়িয়েছেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রামপুরহাটের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে ২২৯ নম্বর বুথ থেকে কেন্দ্রীয় বাহিনী ধাক্কা দিয়ে বের করে দেয়।

অনুব্রতর বিরুদ্ধে জোড়া এফআইআর কমিশনের

নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জোড়া এফআইআর করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। বোলপুরের রিটার্নিং অফিসারকে স্থানীয় থানায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় ওই এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। নজরবন্দি থাকার সময় নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যাওয়ায় এবং দলীয় প্রতীক বুকে লাগিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জোড়া এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

হার নিশ্চিত জেনেই মমতার আক্রমণ কমিশনকে: মোদি

বাম-কংগ্রেস জোট নয়, তৃণমূলের প্রধান প্রতিপক্ষ তাঁরাই। রবিবার নদীয়ার কৃষ্ণনগর এবং কলকাতার শহিদ মিনারে বিজেপির নির্বাচনী প্রচারসভায় এই দাবি প্রতিষ্ঠা করতে তৎপর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই সারদা, নারদ-কাণ্ড তো ছিলই, এবার শাসকদলের সঙ্গে নির্বাচন কমিশনের চলতি বিরোধকেও হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন মোদি।

ফের তাপপ্রবাহের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

দিনদু’য়েক গ্রীষ্মের চেনা ছকে ছিল কলকাতাসহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল ঠিকই, কিন্তু তা মাত্রাতিরিক্ত ছিল না। বরং আর্দ্রতার দাপাদাপি বেড়ে যাওয়ায় ঘামের অস্বস্তি বেড়েছিল। রবিবারও তেমনই একটি ঘর্মাক্ত দিন কাটল দক্ষিণবঙ্গে। তবে পরিস্থিতি ফের বদলে যেতে চলেছে, ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। না, বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এপ্রিলের শুরু থেকে যেভাবে গরম হাওয়া গ্রাস করেছিল কলকাতাসহ দক্ষিণের অধিকাংশ জায়গাকে, সেভাবেই আবারও ফিরছে আবহাওয়া।

নারদ নিয়ে মমতার কথায় কপালে ভাঁজ অভিযুক্তদের

নারদ স্টিং কাণ্ডে অভিযুক্ত নেতানেত্রীদের কি বিধানসভা ভোটের পরেই ব্যবস্থা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

হারের ভয়েই কমিশনকে নিশানা করছেন মমতা, অভইযোগ নমোর

ভোটে হারের ভয় থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার কলকাতা, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীদের  সমর্থনে দু’টি নির্বাচনী জনসভায় এই অভিযোগই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

দিনভর ময়ূরেশ্বরে রুদ্রমূর্তি লকেটের, কিন্ত কাজ হল কি

মল্লারপুর ২ ব্লকের প্রোচন্দ্রপুর বিএমএস উচ্চ বিদ্যালয়ের ১৩০ নম্বর বুথের মধ্যেই রুদ্রমূর্তি ধরেছেন লকেট ৷ তবে দিনভর তাঁর অক্লান্ত দৌড়় দেখে ময়ূরেশ্বরের আমজনতার মনে প্রশ্ন জেগেছে, যতই ইনোভো নিয়ে বুথ  থেকে বুথ ছুটে বেড়ান তিনি, তাতে লাভ কি কিছ হল ?

ইকুয়েডরে তীব্র ভূকম্পনে মৃত বেড়ে ২৩৩

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পৃথিবীর এখ কোণে যখন  ভোটের উত্তাপে সরগরম একটি রাজ্যে, তখন বিশ্বের আরেক প্রান্তে ঘটে গেল এ বছরের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ৷ যার জেরে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইকুয়েডর ৷ রবিবার সকালের ভূমিকম্পে ইকুয়েডরে মৃত্যু বেড়ে হয়েছে ২৩৩ ৷ আহতের সংখ্যা প্রায় ৬০০

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজকের খবরের কাগজগুলি কী বলছে ?