কালো টাকার খোঁজে এ বার নজর জনধন অ্যাকাউন্টে
প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু কালো টাকার কারবারিদের বিরুদ্ধে সত্যিই কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নোট বাতিলের জেরে ভুক্তভোগীরা। আর তার জবাব দিতেই এ বার সক্রিয় হল সরকার। অন্য লোকের জনধন অ্যাকাউন্টকে ব্যবহার করে নিজেদের কালো টাকা ঘুরপথে সাদা করার কৌশল নিয়েছিলেন যাঁরা, গত কালই তাঁদের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই আজ আয়কর বিভাগ জানিয়ে দিল, প্রাথমিক ভাবে দেশের একাধিক জনধন অ্যাকাউন্টে জমা পড়া প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার উপরে নজর পড়েছে তাদের।
advertisement
নোট-যুদ্ধ সামাল দিতে ফের পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব
কথা ছাড়া গতি নেই! তবে সেটাও তো হতে হবে পরস্পরের সুবিধে-অসুবিধে বুঝে! মোটামুটি এই বোঝাপড়ার মনোভাবকে সামনে রেখেই ইসলামাবাদের সঙ্গে ফের বিদেশসচিব পর্যায়ে আলোচনা শুরুর বার্তা দিল নয়াদিল্লি। তবে এখনই নয়, উত্তরপ্রদেশের ভোট মিটে গেলে হতে পারে সেই আলোচনা। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, উত্তরপ্রদেশের ভোটই সবচেয়ে বড় মাথাব্যথা নয়। গত ৮ নভেম্বর থেকে দেশেই অন্য এক যুদ্ধ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট-বাতিলের ফ্রন্টে ভাল কিছু ফল আম-জনতার সামনে তুলে ধরার ব্যাপারে বেশ চাপে রয়েছেন তিনি। সেই চাপ সামলানোটাই এখন তার প্রথম লক্ষ্য। এর মধ্যে প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চলা বা জিইয়ে রাখাটা বিপজ্জনক হতে পারে। ঘরোয়া রাজনীতিতেও তা নিয়ে পাল্টা চাপে পড়ার আশঙ্কা থেকে যাবে।
হাসপাতালেই হৃদরোগ, আবার সঙ্কটে আম্মা
আনন্দের প্রহর কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল গভীর উদ্বেগে। টানা দু’মাস অসুস্থ ছিলেন। সুস্থ হচ্ছিলেন ধীরে ধীরে। রবিবারই এডিএমকে-র তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ললিতা এ বার পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। খুব দ্রুত বাড়ি ফিরবেন। কিন্তু সন্ধেবেলাই আবার সব ওলটপালোট। নতুন করে হৃদরোগে আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। খবরটা ছড়ানো মাত্রই জনতার ঢল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে। জনপ্রিয় অভিনেত্রী থেকে রাজনীতিতেও সমান জনমোহিনী নেত্রী, প্রিয় ‘আম্মা’র খবর জানতে উদ্বেল তাঁরা। হাসপাতালের বাইরে তড়িঘড়ি মোতায়েন হয় ন’কোম্পানি র্যাফ। শুরু হয়ে যায় কান্নাকাটি।
‘মিস্টার আজিজ, আমাদের টাকা দিতে হবে না, টাকাটা জঙ্গিদমনে খরচ করুন’
নরেন্দ্র মোদী নাম করেননি। হার্ট অব এশিয়া সম্মেলনে সন্ত্রাস প্রসঙ্গে তিনি ঘুরিয়ে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানকে। কিন্তু আফগান প্রেসডিনেট আশরফ ঘানি কোনও রাখঢাক করলেন না। অমৃতসরে আয়োজিত সম্মেলনে উপস্থিত পাক প্রতিনিধি সরতাজ আজিজকে নাম ধরে সম্বোধন করে প্রেসিডেন্ট ঘানির পরামর্শ, আফগানিস্তানকে অর্থসাহায্য দিতে হবে না, সে টাকা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে খরচ করুন।
বাজারে এবার আসছে ৫০, ২০’র নতুন নোট
এবার নতুন ২০ এবং ৫০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এরপর অল্পদিনের মধ্যে নতুন ১০০ টাকার নোটও আনা হবে বলে জানা গিয়েছে। নতুন নোটের মাপ, রং বা লেখার হরফে কোনও বদল আনা হচ্ছে না। কেবল টাকার সামনের দিকে যেখানে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, সেই পৃষ্ঠায় নোটের যে নম্বর থাকবে, সেগুলির শেষ ছ’টি ডিজিট ক্রমশ (বাঁদিক থেকে ডানদিক) ছোট থেকে বড় হবে। রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর উর্জিত প্যাটেলের সই করা ওই নতুন নোট বাজারে এলেও পুরানো ২০, ৫০ এবং ১০০ টাকার নোটও একইভাবে চলবে। ৫০০ এবং হাজার টাকার মতো তা বাতিল হচ্ছে না। অন্যদিকে, জনধন অ্যাকাউন্টে কলকাতা এবং মেদিনীপুরে যে হিসাব বর্হিভূত টাকা জমা পড়েছে, সেই টাকার আসল মালিকদের ধরতে শীঘ্রই তদন্তে নামছে কেন্দ্র। আমেদাবাদের ব্যবসায়ী মহেশ শাহ ১৩ হাজার ৮৬০ কোটি ‘কালো’ টাকার কথা সামনে এনে আয়কর দপ্তরকে তদন্তের কাজে সাহায্য করবেন বলে এগিয়ে এসেছেন। তিনি বলেছেন, ওই টাকার সবটার আসল মালিক তিনি নন। রাজনৈতিক নেতাসহ বেশ কিছু ধনী ব্যক্তির টাকা তাঁর কাছে রয়েছে। একইভাবে কলকাতা বা মেদিনীপুরে যাঁদের জনধন আকাউন্টে হিসাব বহির্ভূত টাকা জমা পড়েছে, তাঁরা নিজে থেকে তদন্তের কাজে সাহায্য করতে এগিয়ে আসেন কি না, দেখে নিতে চাইছে আয়কর দপ্তর। তা না হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীঘ্রই জিজ্ঞাসাবাদ শুরু করবে।
সাউথ সিটি মলে আগুন, তীব্র আতঙ্ক
রবিবাসরীয় সকালে সাউথ সিটি মলে ফুরফুরে মেজাজে ছবি দেখার আমেজ নিমেষেই বদলে গেল আতঙ্কে। সওয়া ন’টা নাগাদ পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হল, মলে আগুন লেগেছে। এখনই বেরিয়ে পড়তে হবে। এই শুনে মর্নিং শো-তে ‘কহানি ২’ দেখতে আসা সাধারণ দর্শক থেকে শুরু করে কলেজ পড়ুয়া বন্ধুদের দল হুড়োহুড়ি করে বেরিয়ে এল। বাইরে কালো ধোঁয়া দেখে সেই আতঙ্ক কয়েকগুণ বেড়ে গেল। ইতিমধ্যেই দফায় দফায় দমকলের ১০টি ইঞ্জিন চলে এসেছে। শেষ পর্যন্ত তা ২০টিতে গিয়ে দাঁড়ায়। আসে ল্যাডারও। দেখা যায়, চারতলার ফুড কোর্টে ফলস সিলিঙের ভিতরে আগুন লেগেছে। তাই আগুন চোখে দেখা না গেলেও গলগল করে বেরচ্ছে ধোঁয়া। বেজে চলেছে ফায়ার অ্যালার্ম। আগুন নেভাতে যাওয়া এক দমকলকর্মী বলেন, গিয়ে দেখি ধোঁয়া বেরচ্ছে। কিন্তু আগুন দেখা যায়নি। আপাতদৃষ্টিতে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে। ধোঁয়া বের করে দিতে সিঁড়ির দিকের জানালার একটি কাচ ভেঙে দিতে হয়েছে। ধোঁয়ায় অস্বস্তি হচ্ছিল অনেকের।
১০ ডিসেম্বর থেকে শুরু ধান কেনা
আগামী ১০ ডিসেম্বর থেকে রাজ্যের ৩৩০টি ব্লকে ধান কেনা শুরু হচ্ছে। নোট বাতিলের জেরে ধান বিক্রি করতে গিয়ে রাজ্যের গরিব চাষিরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে এই প্রথমবার চাষিদের কাছ থেকে ধান কেনার পর চেক দেওয়ার পরিবর্তে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি টাকা দেবে খাদ্যদপ্তর। এবার মোট আট হাজার কোটি টাকার ধান কিনবে রাজ্য সরকার। পাশাপাশি খাদ্যদপ্তরের অধীনস্থ সরকারি এজেন্সিগুলিও যাতে চাষিদের অ্যাকাউন্টেই টাকা দেয়, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যদপ্তরের দাবি, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের কয়েক লক্ষ চাষি উপকৃত হবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে পাঞ্জাব ও হরিয়ানাতে প্রতিবছর এইভাবে বিয়ের টোপ দিয়ে অসংখ্য মেয়েকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে নিদারুণ দুঃখ ও কষ্টের মধ্যে দিন কাটাতে হয় তাঁদের। মেয়েদের অধিকাংশ গরিব পরিবারের সদস্য হওয়ার জন্য বাবা-মায়েরা খোঁজখবর করেন না।
রাজারহাটে উদ্ধার হল মেশিনে কাটা কোটি টাকার বাতিল নোট
সিন্ডিকেটের ‘স্বর্গরাজ্য’ রাজারহাট থেকে কাগজ কাটার মেশিনে কুচিকুচি করা কোটি টাকার উপর বাতিল নোট উদ্ধার হল। রবিবার সকালে রাজারহাটের হুদেরআইট এলাকায় একটি প্ল্যাস্টিকের প্যাকেটের মধ্যে এই নোটগুলি কুচানো অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ব্যাংকে পুরানো নোট জমা দেওয়ার সময়সীমা এই মাসেই শেষ হচ্ছে। তার আগে শাসকদলের ‘তোলাবাজি’র মুক্তাঞ্চল বলে কুখ্যাত রাজারহাটে এত পরিমাণ ছেঁড়া নোট পাওয়া যাওয়ায় অনেকের চোখ কপালে উঠেছে। যে এলাকা থেকে কোটি টাকার ঊর্ধ্বে ছেঁড়া নোট পাওয়া গিয়েছে, সেই এলাকাটি নিয়ন্ত্রণ করেন তৃণমূলের এক ‘সিন্ডিকেট দাদা’। যিনি আবার এই রাজ্যের এক বিধায়কের ‘ডান হাত’ বলে এলাকায় বিশেষভাবে পরিচিত। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, প্রতিটি নোটই আসল বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। নোটগুলি কে বা কারা ফেলে রেখে গেল, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরু করা হয়েছে।
সঙ্কটে আম্মা, উদ্বেগে দেশ
ফের সঙ্কটে ‘আম্মা’ ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ৷ রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন AIADMK নেত্রী ৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ICCU-তে ভর্তি করা হয় তাঁকে ৷
বুধবার সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক, ধারণা ব্যাঙ্কগুলির
নোট বাতিলের প্রসব বেদনা সহ্য করার প্রথম সুফল মিলতে পারে আগামী বুধবারই ৷ দেশের প্রথম সারির ব্যাঙ্ক এবং বিশেষজ্ঞ সংস্থাগুলি অন্তত সেরকমটাই মনে করছেন ৷ আগামী বুধবার ঋণনীতি ঘোষণা করবেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত প্যাটেল ৷
হ্যাটট্রিক করে বিদায়, ৮ বছর বাদে পদত্যাগ প্রধানমন্ত্রীর
৮ বছর বাদে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ৷ আগামী বছরই চতুর্থবারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর ৷ কিন্তু, তার আগেই পদত্যাগ করে চমকে দিলেন জন কি ৷
আজ ঠিক হবে অনুরাগ-শিরকেদের ভবিষ্যত
ফের সবার চোখ সুপ্রিম কোর্টের দিকে ৷ আজ সোমবার দেশের সর্বোচ্চ আদালত ঠিক করে দিতে পারে, লোধা কমিটির প্রস্তাব না মানতে চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ভবিষ্যত ৷