ফের সক্রিয় জঙ্গিরা, ইদের আগেও রক্তাক্ত কাশ্মীর
এ যেন শাঁখের করাত। এক দিকে জনতার বিক্ষোভ, অন্য দিকে জঙ্গি উপদ্রব। কাশ্মীরে কোন দিকটা কী ভাবে সামাল দেবে, ভেবে কূল পাচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পরে গত দু’মাস ধরে বিক্ষোভে উত্তপ্ত ছিল কাশ্মীর। সে আগুন এখনও নেভেনি। এমনকী ইদের দিনও জনবিক্ষোভ বন্ধ না রাখারই সিদ্ধান্ত হয়েছে। অথচ পরিস্থিতি যাতে কিছুটা থিতিয়ে যায়, তার জন্যই সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল জঙ্গি দমন অভিযান। সেই সুযোগে এ দিন সন্ত্রাস আবার মাথা চাড়া দিল। রবিবার পুঞ্চ এবং নওগাম এলাকায় জোড়া অপারেশনে সাত জঙ্গি মারা গেল। প্রাণ হারালেন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের এক কনস্টেবল আর কুমার-ও।
advertisement
কয়েক মাস মায়ের কঙ্কাল আগলে ছেলেরা, রবিনসন স্ট্রিটের শিহরণ হরিণঘাটায়
বড় বাগান আর গাছগাছালিতে ঘেরা দু’কামরার বাড়িটাকে ঘিরে দীর্ঘদিন ধরেই পাড়ার মানুষের কৌতূহল ছিল। ও বাড়ির বাসিন্দা বলতে দুই ভাই অরুণ ও অজিত সাহা এবং তাঁদের মা ননীবালাদেবী। বিয়ে করেননি দুই ভাইয়ের কেউই। অরুণ এলাকায় কিছু টিউশন পড়াতেন। সংসার চলতো তাতেই। কিন্তু বেশ কয়েক মাস হল তাঁদের বৃদ্ধা মাকে আর বাড়ির বাইরে দেখা যেত না। পাড়ার লোকে জিজ্ঞাসা করলে, দু’জনেই ঘাড় নেড়ে জানাতেন— ‘মা ভালই আছেন’। কিন্তু ভালই যদি থাকেন, তা হলে দেখা যায় না কেন! সন্দেহটা জেগেছিল অনেকের মনেই।
মেয়ের সম্ভ্রম বাঁচাতে প্রাণ গেল মায়ের
তক্কে তক্কে থাকত জনা পাঁচেকের দলটি। বছর পনেরোর কিশোরী বাড়ির বাইরে বেরোলেই শুরু হতো কটূক্তি। কিশোরীর মা প্রতিবাদ করায় এসেছিল হুমকি, ‘‘বাড়ি থেকে তোর মেয়েকে তুলে আনব। কিস্যু করতে পারবি না।’’ অভিযোগ, শুক্রবার সেই চেষ্টাই করে মুর্শিদাবাদের সমশেরগঞ্জের বাসিন্দা রাহেদ আনসারি ও তার চার সঙ্গী। পরিণামে মেয়েকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন মা।
কর্মীদের যত্নে ট্রেনেই জন্ম রেল-তনয়ার
দরকারের সময়ে দেখা মেলে না। টাকা নিয়ে বাড়তি যাত্রী তোলেন। এমনকী যাত্রীদের টাকা-জিনিসপত্র হাতানো থেকে ছিনতাইবাজদের সঙ্গে যোগসাজশের অভিযোগও হামেশাই ওঠে এক শ্রেণির রেল কর্মীর বিরুদ্ধে। ঠিক যে-ভাবে রক্ষক পুলিশের বিরুদ্ধে ওঠে ভক্ষকের ভূমিকা নেওয়ার অভিযোগ। তবে ভাল পুলিশের দেখা মেলে মাঝেমধ্যেই। একই ভাবে পাওয়া গেল যাত্রী-বান্ধব দুই রেলকর্মীকে। তাঁদের সৌজন্যে চলন্ত এক্সপ্রেস ট্রেনেই আস্ত বাতানুকূল আঁতুড়ঘর পেয়ে গেলেন এক প্রসূতি। ডাক্তার বা নার্স মেলেনি। তবে ছিল রেলকর্মীদের বাড়ানো হাত। আর ছিল কিছু সহযাত্রীর সহযোগিতা। সমবেত যত্নে ভূমিষ্ঠ, না, রেলস্থ হল কন্যাসন্তান।
ফের কঙ্কালকাণ্ড, ৯ মাস মায়ের দেহ আগলে ২ ছেলে
কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হরিণঘাটায়। মায়ের মৃত্যুর পর ন’মাস ধরে কঙ্কালসার দেহ আগলে রাখার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। রবিবার সেই দেহ উদ্ধার করেছে হরিণঘাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সীমহাট এলাকায়। জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি ওই মহিলার মৃত্যু হয়। এদিন বিষয়টি জানাজানি হতেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। প্রতিবেশীদের অনেকে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ মৃতার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
প্রায় ১ বছর জেলবন্দি মদনকে জিজ্ঞাসাবাদই করেনি সিবিআই
প্রায় এক বছর প্রাক্তন মন্ত্রী মদন মিত্র জেলবন্দি। অথচ তাঁকে একটি দিনের জন্যও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। আর এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে দিল্লির সিবিআইয়ের শীর্ষ মহলে। নিম্ন আদালত থেকে তাঁর জামিন হয়ে যাওয়ার পরই টনক নড়েছে তাদের। বিশেষত তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকার পরেও তা নিয়ে না এগনোর পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তা খুঁজে বের করতে অভ্যন্তরীণ অনুসন্ধান করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন দিল্লির কর্তারা।
সরকারি কর্মীদের ফাঁকিবাজির নালিশ জানাতে আসছে অ্যাপ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বাগে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ‘আসি যাই মাইনে পাই’-এর অভ্যাস ছেড়ে সময়ে অফিস এসে সময়ে কাজ করার দাওয়াই দিতে তিনি চালু করেছেন রাইট টু পাবলিক সার্ভিস বা জন পরিষেবা অধিকার আইন। কিন্তু আইন তো হয়েছে অনেক দিন। তা মেনে কাজ হচ্ছে কি? আমজনতা সত্যিই কি সময়ে কাজ পাচ্ছেন? যে কর্মসংস্কৃতি রাজ্যে ফেরানোর কথা মুখ্যমন্ত্রী বলেই চলেছেন, তা কি আদৌ ফিরেছে রাজ্যে?
থাইল্যান্ড, সৌদিতে নারী পাচার করেছে আজমল, সন্দেহ পুলিশের
বাগুইআটির ধৃত পানশালা মালিক আজমল সিদ্দিকির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ। তার বাড়ি থেকে যে ভোটার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট উদ্ধার হয়েছে, প্রত্যেকটিতেই তার জন্ম তারিখ ভিন্ন রয়েছে। যা কখনই সম্ভব নয় বলে পুলিশ কর্তারা মনে করছেন। কোনও জাল পাসপোর্ট চক্রের সঙ্গে এই ধৃত পানশালার মালিকের যোগাযোগ আছে কি না তা পুলিশ তদন্ত করে দেখছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১২ ধারায় পুলিশ মামলাও শুরু করেছে।
দিদির মঞ্চে উঠতে চাপা লড়াই সিঙ্গুরে
ওঁদের কেউ পুলিশ, কেউ বা ততকালীন শাসকদলের হাতে লাঠি খেয়েছেন ৷ নিজের জমি আগলে রাখতে গিয়ে জেলও খেটেছেন ৷ পুলিশের মারে কোমর ভেঙে কেউ বা এখন শয্যাশায়ী ৷ তবি তাঁরা চোট ভুলেছেন ৷
৯ মাস মায়ের কঙ্কাল আগলে ২ ভাই, রবিনসন স্ট্রিটের ছায়া হরিণঘাটায়
আরও একটা রবিনসন স্ট্রিট কাণ্ড ৷ তবে, এবারের ঘটনাস্থল হরিণঘাটা ৷ দীর্ঘ ন’মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন দুই ভাই ৷ প্রতিবেশীদের তৎপরতায় বিষয়টি পুলিশের নজরে আসার পর বৃদ্ধা মায়ের কঙ্কালটি উদ্ধার করা হয়েছে ৷
ভূস্বর্গে ফের জঙ্গি হানায় ছায়া পাকিস্তানের ! শহিদ পুলিশকর্মী, মৃত ৫ জঙ্গি
ফের জঙ্গি হানা ভূস্বর্গে ৷জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি নির্মীয়মাণ বহুতলে লুকিয়ে থাকা সশ্রস্ত্র জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে শহিদ হলেন এক পুলিশকর্মী ৷
পরিষেবায় চমক দেবে ‘হামসফর’, গুনতে হবে বেশি ভাড়াও
আগামী অক্টোবর মাস থেকে একগুচ্ছ সাড়া জাগানো পরিষেবা নিয়ে সফর শুরু করছে ‘হামসফর’ ৷