গোল করছেন। গোল করাচ্ছেন। ‘ডাফি-ডাফি’ স্লোগানে তরঙ্গ উঠছে মোহনবাগান গ্যালারিতে। কলকাতা লিগে স্কটিশ ডাফিই এখন বাগানের ক্রাউড পুলার হয়ে উঠেছেন। রবিবার সাদার্ন রক্ষণেও শুরু থেকেই গোলা দাগতে চান তিনি। ডাফিকে দেখলেই গোলের আব্দার করছেন সমর্থকেরা। বড় ব্যবধানে জেতানোর অনুরোধও ভেসে আসছে। তবে পেশাদার ফুটবলার ডাফি অবশ্য আবেগে গা ভাসাতে রাজি নন। বরং শনিবার ক্লাব তাঁবু ছাড়ার আগে বলে গেলেন রোজ রোজ বেশি গোল হয় নাকি? সবাইকে বুঝতে হবে এটা ফুটবল। বাস্কেটবল নয়।
advertisement
একগাদা জুনিয়র ফুটবলার নিয়ে কলকাতা লিগে দল গড়েছে মোহনবাগান। তবে সেই দলই জলকাদার মাঠে ফুল ফোটাচ্ছে। সতর্ক ডাফি নিজেদের এখনই ফেভারিট মানতে নারাজ। বরং সাবধানতার মোড়কে মুড়ে রাখছেন নিজেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2016 10:32 AM IST
