TRENDING:

সাদার্নের বিরুদ্ধে গোল পেতে আত্মবিশ্বাসী ডাফি

Last Updated:

কলকাতা লিগের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছন ড্যারেল ডাফি। সাদার্ন সমিতির বিরুদ্ধেও স্কটিশ স্ট্রাইকারের দিকে তাকিয়ে রয়েছে মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কলকাতা লিগের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছন ড্যারেল ডাফি। সাদার্ন সমিতির বিরুদ্ধেও স্কটিশ স্ট্রাইকারের দিকে তাকিয়ে রয়েছে মোহনবাগান। ডাফি নিজেও গোল পেতে আত্মবিশ্বাসী।
advertisement

গোল করছেন। গোল করাচ্ছেন। ‘ডাফি-ডাফি’ স্লোগানে তরঙ্গ উঠছে মোহনবাগান গ্যালারিতে। কলকাতা লিগে স্কটিশ ডাফিই এখন বাগানের ক্রাউড পুলার হয়ে উঠেছেন। রবিবার সাদার্ন রক্ষণেও শুরু থেকেই গোলা দাগতে চান তিনি। ডাফিকে দেখলেই গোলের আব্দার করছেন সমর্থকেরা। বড় ব্যবধানে জেতানোর অনুরোধও ভেসে আসছে। তবে পেশাদার ফুটবলার ডাফি অবশ্য আবেগে গা ভাসাতে রাজি নন। বরং শনিবার ক্লাব তাঁবু ছাড়ার আগে বলে গেলেন রোজ রোজ বেশি গোল হয় নাকি? সবাইকে বুঝতে হবে এটা ফুটবল। বাস্কেটবল নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

একগাদা জুনিয়র ফুটবলার নিয়ে কলকাতা লিগে দল গড়েছে মোহনবাগান। তবে সেই দলই জলকাদার মাঠে ফুল ফোটাচ্ছে। সতর্ক ডাফি নিজেদের এখনই ফেভারিট মানতে নারাজ। বরং সাবধানতার মোড়কে মুড়ে রাখছেন নিজেকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাদার্নের বিরুদ্ধে গোল পেতে আত্মবিশ্বাসী ডাফি