TRENDING:

কালিকাপুরে মোটর ট্রেনিং স্কুলে দুষ্কৃতি হামলা

Last Updated:

কালিকাপুর রোডে একটি মোটর ট্রেনিং স্কুলে দুষ্কৃতি হামলায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ জানা গিয়েছে, মোটর ট্রেনিং স্কুলটি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতির ছেলে সুমন গুহের ৷ শনিবার রাতে একদল দুষ্কৃতি চড়াও হয় সুমন গুহের মোটর ট্রেনিং স্কুলে ৷ অভিযোগ ট্রেন্ং স্কুলে চড়াও হয়ে বেধড়ক মারধর করে কেয়ারটেকারকে ৷ গড়ফা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন সুমন ৷ আহত কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে শান্তনু নামে এক দুষ্কৃতির নেতৃত্বেই হামলা চালায় ৷ পুরনো কোনও শক্র কারণেই হামলা হয়েছে বলে অনুমান পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালিকাপুর রোডে একটি মোটর ট্রেনিং স্কুলে দুষ্কৃতি হামলায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ জানা গিয়েছে, মোটর ট্রেনিং স্কুলটি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতির ছেলে সুমন গুহের ৷ শনিবার রাতে একদল দুষ্কৃতি চড়াও হয় সুমন গুহের মোটর ট্রেনিং স্কুলে ৷ অভিযোগ ট্রেনিং স্কুলে চড়াও হয়ে বেধড়ক মারধর করে কেয়ারটেকারকে ৷ গড়ফা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন সুমন ৷ আহত কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে শান্তনু নামে এক দুষ্কৃতির নেতৃত্বেই হামলা চালায় ৷ পুরনো কোনও শক্র কারণেই হামলা হয়েছে বলে অনুমান পুলিশ ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালিকাপুরে মোটর ট্রেনিং স্কুলে দুষ্কৃতি হামলা