TRENDING:

বাংলার পর লক্ষ্য এবার ত্রিপুরা

Last Updated:

বাংলার পর এবার লক্ষ্য ত্রিপুরা। উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য জয়ের লক্ষ্যে কাল ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার পর এবার লক্ষ্য ত্রিপুরা। উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য জয়ের লক্ষ্যে কাল ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আগরতলার আস্তাবল মাঠে জনসভা তৃণমূল নেত্রীর। বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই বামেদের গড় দখল করতে চায় তৃণমূল।
advertisement

সংখ্যার বিচারে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বামদুর্গ ত্রিপুরায় এবার অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে চায় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দু'দিনের ত্রিপুরা সফরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৮-৯ অগাস্ট ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বিকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেবেন তিনি ৷ মঙ্গলবার আগরতলার আস্তাবল মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী ৷

advertisement

ইতিমধ্যেই ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুদীপ রায়বর্মন সহ ৬ বিধায়ক। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বামেদের পর এখন দ্বিতীয় বৃহত্তম দল ঘাসফুল ব্রিগেড। প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদনও করেছে তারা। এবার রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসাই পাখির চোখ তৃণমূলের।

২০১৮-য় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ তার একবছর পরই লোকসভা ভোট ৷ সেদিকে তাকিয়েই পুরোদমে রাজনৈতিক তৎপরতা শুরু করতে চলেছে তৃণমূল ৷ সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগোতে চায় ঘাসফুল ব্রিগেড

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দলনেত্রীর সফরের আগে, গত ৪ অগাস্ট সভাস্থল ঘুরে দেখেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মঙ্গলবারের সভায় তাঁরও থাকার কথা রয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলার পর লক্ষ্য এবার ত্রিপুরা