TRENDING:

লাজংয়ের বিরুদ্ধে ‘সিরিয়াস’ বাগান

Last Updated:

পাঁচ গোলের অ্যাডভান্টেজ নিয়ে শনিবার শিলঙে ফেডারেশন কাপের ফিরতি সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ লাজং। তাতেও অবশ্য ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান কোচ সঞ্জয় সেন। গ্লেনকে নিয়ে সিদ্ধান্ত শনিবার ম্যাচের আগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বারাসতে লাজংকে গোলের সুনামিতে ভাসিয়ে দিয়েছিল সবুজ-মেরুণ। তারপরেও ফিরতি সেমিফাইনাল খেলতে নামার আগে বেশ সতর্ক মোহনবাগান কোচ সঞ্জয় সেন। ট্রফি নিয়ে ঘরে না ফিরলে, এই জেতা-হারার কোনও অর্থ হয় না। ম্যাচের আগে এমনটাই মনে করছেন চেতলার এই বাসিন্দা। শুধু কোচ নন, গোটা মোহনবাগান দলের থিম এখন এটাই। এই মাঠেই খেলা শেষ হওয়ার মাত্র ১৮ সেকেন্ড আগে গোল খেয়ে আই লিগ থেকে ছিটকে যেতে হয়েছিল। সেই মাঠ থেকেই ফেড কাপের ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুণ। তাই শনিবার পেন ওরজিদের বিরুদ্ধে পূর্ণ শক্তির মোহনবাগান। তবে গ্লেনকে ঘিরে একটা ধোঁয়াশা থাকছে। সঞ্জয় অবশ্য দাবি করছেন কর্নেল ফিট। সবমিলিয়ে টার্গেট একটাই অপরাজিত থেকে ফেড কাপ জিতে ট্রফি ঘরে তোলা। কর্তাদের ফিরিয়ে দেওয়া আই লিগ না-জেতার ক্ষত।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
লাজংয়ের বিরুদ্ধে ‘সিরিয়াস’ বাগান