পেশায় টেকনিক্যাল অ্যাডভাইজার জুডিথ গত মাসের ৯ তারিখ আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত হন। গত মাসের ১৫ তারিখ কাবুল থেকে কলকাতায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। জুডিথকে ঘরে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করেন তাঁর ভাই। তাঁকে ফেরাতে সরকার সবরকমের ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয় ডি’সুজা পরিবারকে।
advertisement
অবশেষে সরকারের প্রয়াস স্বার্থক হল। জুডিথকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজ বিদেশমন্ত্রী স্বয়ং ট্যুইট করে সুখবরটা দেন ৷ জুডিথকে উদ্ধারের জন্য আফগানিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুষমা স্বরাজ ৷ তিনি বলেন, ‘‘ আফগানিস্তানকে ধন্যবাদ, জুডিথ উদ্ধারে আমাদের তাঁরা সমস্তরকম সাহায্য করেছে ৷ জুডিথকে উদ্ধার করতে আফগান প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ৷’’ জুডিথ ফিরে আসার খবরে স্বভাবতই খুশি তাঁর পরিবার ৷ সংবাদমাধ্যমের থেকেই প্রথমে খবরটা পান জুডিথের বাবা ৷ অপরদিকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জুডিথের বোন অ্যাগনেস ডিসু’জা ৷