TRENDING:

এবার পুজোয় শহর কলকাতাকে টেক্কা দিতে চলেছে জঙ্গল মহল

Last Updated:

কলকাতার শহরের কুমোরটুলির প্রতিমা শিল্পীদের টেক্কা দিচ্ছে জঙ্গল মহলের শিল্পী মানব বাগচী। এবার কম বাজেটে গামছা দিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার শহরের কুমোরটুলির প্রতিমা শিল্পীদের টেক্কা দিচ্ছে জঙ্গল মহলের শিল্পী মানব বাগচী। এবার কম বাজেটে গামছা দিয়ে প্রতিমা তৈরি করছেন শিল্গী । লেকটাউন এর এক মন্জপে এই প্রতিমা দেখা যাবে । প্রায় ৬০ টি গামছা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা । খরচ মাত্র ৪৫ হাজার টাকা ।
advertisement

জঙ্গল মহলে অথিতি আপায়্যণ ও পরবে নানা কাজে গামছা ব্যবহার হয় । সেটাকেই মাথায় রেখেছে শিল্পী মানব বাগচী ৷ আর সেই কারণেই গামছাকে ব্যবহার করেছেন প্রতিমা নির্মান ও প্রতিমার সাজসজ্জার কাজে । মা দুর্গার বাহন ও বাকি প্রতিমা গুলিও নির্মান করা হচ্ছে গামছা দিয়ে ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

শিল্পী মানব বাগচী মা দূর্গার প্রতিমাকে সবুজ গামছা দিয়ে সজ্জিত করেছেন । শুধু এখানেই শেষ নয় ৷ অন্য আরেক বার্তাও দিতে চলেছেন শিল্পী ৷ একটি বড়ো মোবাইল, মন্ডপে প্রতিমার ঠিক সামনে রাখা হবে । কারন তিনি এখান থেকে মানুষকে বার্তা দিতে চেয়েছেন, মোবইল পরিষেবা বাড়ছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার পুজোয় শহর কলকাতাকে টেক্কা দিতে চলেছে জঙ্গল মহল