ফের রণক্ষেত্র কলেজ। এবার ধুন্ধুমার জয়পুরিয়া কলেজে। টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে কলেজে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
প্রথমবর্ষের কয়েকজন পড়ুয়া এদিন ইউনিয়ন রুমে বসেছিলেন। অভিযোগ, হঠাৎই ছাত্র সংসদের সদস্য মহম্মদ সইফের নেতৃত্বে বেশ কয়েকজন এসে তাঁদের উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন বহিরাগতও ছিল বলে অভিযোগ। পড়ুয়াদের পাঞ্চার দিয়ে মারধর করা হয়। মেরে প্রথম বর্ষের দুই ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়া হয়।
advertisement
ঘটনায় আরও কয়েকজন ছাত্র জখম হয়েছেন। এমনকী ছাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। প্রথম বর্ষ নাকি তৃতীয় বর্ষ? ছাত্র সংসদের রাশ কাদের হাতে থাকবে, তা নিয়েই গন্ডগোল। দু'পক্ষকে নিয়ে বৈঠকে কলেজ কর্তৃপক্ষ।
গন্ডগোল নিয়ে মুখে কুলুপ ইউনিয়নের। কলেজের বাইরে বহিরাগতরা জমায়েত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের হঠিয়ে দেয় শ্যামপুকুর থানার পুলিশ।