TRENDING:

সুন্দরবনের পরিস্থিতি নিয়ে ক্রুদ্ধ পরিবেশ আদালত

Last Updated:

সুন্দরবনে জনবিস্ফোরণে উদ্বিগ্ন পরিবেশ আদালত। কেন্দ্র ও রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুন্দরবনে জনবিস্ফোরণে উদ্বিগ্ন পরিবেশ আদালত। কেন্দ্র ও রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। সুন্দরবন রক্ষায় রাজ্যের মুখ্যসচিবকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত। অনুপ্রবেশ রুখতে সেনার সাহায্য নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি । সুন্দরবনে মানুষ ও গাড়ির প্রবেশ-প্রস্থানে নিয়ন্ত্রণ চায় আদালত।
advertisement

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। বন্যদের এ আশ্রয়স্থলে ক্রমশ বাড়ছে মানুষের দাপাদাপি। জনবিস্ফোরণ এমন জায়গায় পৌঁছেছে যে সুন্দরবনের বিপদ ঘণ্টা বেজে উঠেছে। এতে উদ্বিগ্ন পরিবেশ আদালত ২০১৪-য় স্বতঃপ্রণোদিত মামলা করে। আদালত বান্ধব নিযুক্ত হন পরিবেশকর্মী সুভাষ দত্ত।

বৃহস্পতিবার মামলার শুনানিতে সুন্দরবন রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের ঢিলেমিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি এস ওয়াংভি। সুন্দরবনে অনুপ্রবেশ রুখতে আদালতের নির্দেশ, সুন্দরবনে মানুষ ও গাড়ির প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ করতে হবে ৷ রাজ্য সরকার জেলাশাসক ও পুলিশ সুপারদের বাড়তি ক্ষমতা দেবে ৷ সুন্দরবনে অনুপ্রবেশ রুখতে সেনার সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন আদালত ৷ প্রতিরক্ষা মন্ত্রক ও নৌবাহিনীর সাহায্য নিতে পারে রাজ্য ৷

advertisement

অন্যদিকে, দূষণ রুখতেও বেশ কিছু  নির্দেশ দিয়েছে আদালত, পর্যটনের কারণে যাতে দূষণ না বাড়ে তাতে নজর দিতে হবে ৷   নতুন করে আর কোনও শিল্প গড়ার ছাড়পত্র দেওয়া যাবে না ৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সব হোটেলকে এক ছাতার নীচে আনার নির্দেশ দেয় আদালত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সুন্দরবনের যথাযথ মানচিত্র না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি।  কেন্দ্রীয় পরিবেশ ও বন দফতর মানচিত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য তাতে সাহায্য করবে। পরিবেশ আদালতের এই নির্দেশ কার্যকর করতে নিয়মিত বৈঠকে বসতে হবে। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্র, পরিবেশ গ্রামোন্নয়ন ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সুন্দরবনের পরিস্থিতি নিয়ে ক্রুদ্ধ পরিবেশ আদালত