TRENDING:

সরকারের এই ঘোষণার পর সরকারি আবাসনে নিশ্চিন্তে থাকার দিন শেষ

Last Updated:

সরকারের এই ঘোষণার পর সরকারি আবাসনে নিশ্চিন্তে থাকার দিন শেষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সরকারি আবাসনে নিশ্চিন্তে থাকার দিন শেষ। নামমাত্র ভাড়ায় সরকারি সুবিধা ভোগে এবার জোর ধাক্কা। এবার থেকে শুধুমাত্র সরকারি কর্মী আবাসনেরই সংস্কার করবে রাজ্য। বাকি যাঁরা সরকারি আবাসনে ভাড়া বা দখল করে থাকেন, তাঁদের সেগুলি ছেড়ে দিতে হবে। নয়ত ১৮০ দিনের নোটিসে রাজ্যের কাছ থেকে কিনতে হবে। না হলে অধিগ্রহণ করবে রাজ্য। সরকারের কাছে এমনই প্রস্তাব পাঠাচ্ছে দিচ্ছে আবাসন দফতর।
advertisement

ভেঙে পড়া সরকারি আবাসন। সংস্কার নেই বহুকাল। বাড়ির গায়ে এখানে ওখানে জন্মেছে গাছ। তার মধ্যেই বিপজ্জনক বাস । হাতে উপায় নেই। এমনটাও সবক্ষেত্রে নয়। সাধ্য থাকলেও সাধ নেই। বিপজ্জনকভাবে থাকলেও মাসে ভাড়া নামমাত্র। অথচ সরকারি সুবিধা অঢেল। আয়ের থেকে বাড়ছিল সরকারের ব্যায় ।

সরকারি আবাসনের হাল

---দুরকম সরকারি আবাসন আছে কলকাতায়

advertisement

---- RHE বা রেন্টাল হাউজিং এস্টেটে থাকেন সরকারি কর্মীরা

----PRHE বা পাবলিক রেন্টাল হাউজিং এস্টেটে ভাড়া থাকেন সাধারণ মানুষ

--কলকাতায় পয়তাল্লিশটি PRHE রয়েছে

-----PRHE-র বিভিন্ন ভাগ

---নিম্নবিত্তদের জন্য এলআইজি

--মধ্যবিত্তদের জন্য এমআইজি

advertisement

----উচ্চবিত্তদের জন্য এইচআইজি

----PRHE-র মধ্যে পড়ছে গড়িয়াহাট , কড়েয়া , এন্টালি হাউজিং এস্টেট

----রিজেন্ট পার্ক , বেলগাছিয়া ভিলা , কাঁকুরগাছি , টালিগঞ্জ হাউজিং এস্টেট

সমস্যা সমাধানে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে আবাসন দফতর। আবাসন দফতরের প্রস্তাব, এবার থেকে শুধুমাত্র RHE বা রেন্টালল হাউজিং এস্টেটের সংস্কার করবে রাজ্য। বাকি PRHE বা পাবলিক রেন্টাল হাউজিং এস্টেট হয় ছেড়ে দিতে হবে ভাড়াটেদের। নয়ত কিনতে হবে সরকারের কাছ থেকে।

advertisement

নামমাত্র ভাড়ায় সমস্ত সরকারি সুবিধা। শুধু নিম্নবিত্তরাই নন। শহরের প্রাইম লোকেশনে PRHE-র এইচআইজিতেও যাঁরা ভাড়া থাকেন , তাঁদের মাসে ভাড়াও চমকে দেওয়ার মত।এক নজরে দেখে নেওয়া যাক হিসেবটা।

কম খরচে নিশ্চিন্ত বাস

----তিনশো থেকে সাড়ে চারশো স্কোয়ার ফুটের এলআইজি হাইজিংয়ে মাসে ভাড়া আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা

----পাঁচশো থেকে সাতশো স্কোয়ার ফুটের এমআইজি হাউজিংয়ে ভাড়া পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা

advertisement

---থ্রি বেডের হাজার স্কোয়ার ফুটের এইচআইজি হাউজিংয়ে মাসে ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা

এই সুবিধা ভোগে এবার জোর ধাক্কা আসতে চলেছে। একশো আশি দিনের নোটিসে সরকারের কাছে থেকে এই ফ্ল্যাট বা জমি এবার কিনতে হবে ভাড়াটিয়াদের। না হলে ফ্ল্যাট অধিগ্রহণ করবে রাজ্য।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

সরকারের কাছে এই প্রস্তাব দিচ্ছে আবাসন দফতর। মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হলে নোটিস পাঠাবে আবাসন দফতর।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারের এই ঘোষণার পর সরকারি আবাসনে নিশ্চিন্তে থাকার দিন শেষ