TRENDING:

গান-স্যালুটে ইডেনে শেষ বিদায় ডালমিয়াকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ইডেনে সোমবার শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে ৷
advertisement

সকাল ৯.৩০ টা

প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে শহরে এসে পৌঁছলেন বোর্ড কর্তারা৷ আসেন ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, বোর্ড সচিব অনুরাগ ঠাকুর ও কোষাধ্যক্ষ অনিরূদ্ধ চৌধুরী৷

বেলা ১২.১৫

শহরে এসে পৌঁছলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল৷ দুপুরে এসে পৌঁছন শরদ পওয়ার ও নারায়ণস্বামী শ্রীনিবাসনও৷

advertisement

বেলা ১২.২৫

আলিপুরের বাড়ি থেকে প্রয়াত ডালমিয়ার দেহ নিয়ে সিএবির উদ্দেশে রওনা দেন তাঁর ছেলে অভিষেক ডালমিয়া ৷ সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্যান্য সিএবি কর্তারা৷

দুপুর ১২.৫০

ডালমিয়ার দেহ নিয়ে সিএবি পৌঁছল শববাহী গাড়ি৷ প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে বোর্ডকর্তাদের শ্রদ্ধার্ঘ ৷ হাজির অনুরাগ ঠাকুর, রাজীব শুক্ল থেকে শরদ পওয়ার, শশাঙ্ক মনোহর, নীরঞ্জন শাহ, অজয় শিরকেরা ৷

advertisement

দুপুর ৩ টে

গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা প্রয়াত বোর্ড সভাপতিকে৷ ডালমিয়ার দেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা দেয় শববাহী গাড়ি৷ তারপর সিএবিতে গিয়ে পৌঁছন শ্রীনিবাসন৷ পৌঁছতে কিছুটা দেরিই হয়ে যায় তাঁর৷

দুপুর ৩ টে ৩৫

কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে পৌঁছল ডালমিয়ার দেহ৷ তাঁকে শেষ দেখা দেখতে মানুষের ঢল ৷

advertisement

বিকেল ৪ টে ১০

জগমোহন ডালমিয়ার শেষকৃত্য সম্পন্ন ৷ ভারতীয় ক্রিকেটে ডালমিয়া জমানার অবসান৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
গান-স্যালুটে ইডেনে শেষ বিদায় ডালমিয়াকে