ভোটের সময় থেকেই উড়ছে জল্পনার ফানুস ৷ রাজ্য স্তরে জোট বেঁধে মিশন ২০১৬-তে তৃণমূল এবং বিজেপির সঙ্গে নাকি লড়তে চলেছে বামফ্রন্ট ও কংগ্রেস ৷ বার বার সিপিএম নেতাদের কথায় মিলেছে সে ইঙ্গিত ৷ এমনকী কং নেতা অধীর চৌধুরীও এক সময় বলেন, উপরমহল না চাইলেও নিচু তলায় জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়বে সিপিএম ও কংগ্রেস ৷ যদিও পরবর্তীকালে তিনিই বলেন, ‘হাইকম্যান্ডের আদেশই শিরোধার্য৷ ’ কিন্তু এদিনের বৈঠকের পর দেখা গেল জোটের পথে রয়েছে একাধিক কাঁটা ৷
advertisement
গত লোকসভা ভোট রাজ্যে সিপিএমের প্রায় দশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে চলে গিয়েছে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে অনেক বিক্ষুব্ধ নেতা-কর্মী বাম পরিচালিত জোট চাইছে বলেও দাবি সিপিএমের। তাই শেষমেশ জোট না হলেও, জোটের বার্তা ভোট ফেরত আনবে বলে বড় শরিক মনে করছে বলে ইঙ্গিত মিলেছে ফরওয়ার্ড ব্লকের তরফে। যদিও এত হিসেবনিকেশে যেতে নারাজ সিপিআই। তাঁদের স্পষ্ট দাবি, যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নেওয়া হোক।