TRENDING:

বিধানসভা ভোটের বিপর্যয়ে সিপিএমকে কাঠগড়ায় তুলল সিপিআই

Last Updated:

ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে কার্যত বড় শরিক সিপিএমকেই কাঠগড়ায় তুলল সিপিআই। কংগ্রেসের হাত ধরায় বাম ঐক্য দুর্বল হয়েছে বলেই মনে করছেন প্রবোধ পাণ্ডারা। এক মঞ্চে বুদ্ধ-রাহুলের উপস্থিতিকে কটাক্ষ করে সিপিআই রাজ্য সম্পাদকের অভিযোগ, বাম-কংগ্রেস জোট আসলে সিপিএম-কংগ্রেস জোটে পরিণত হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে কার্যত বড় শরিক সিপিএমকেই কাঠগড়ায় তুলল সিপিআই। কংগ্রেসের হাত ধরায় বাম ঐক্য দুর্বল হয়েছে বলেই মনে করছেন প্রবোধ পাণ্ডারা। এক মঞ্চে বুদ্ধ-রাহুলের উপস্থিতিকে কটাক্ষ করে সিপিআই রাজ্য সম্পাদকের অভিযোগ, বাম-কংগ্রেস জোট আসলে সিপিএম-কংগ্রেস জোটে পরিণত হয়েছিল।
advertisement

অভিযোগ-বিরোধিতা-অসন্তোষ। ভোটের আগে জোট প্রশ্নে একাধিক সংশয় ছিল বামফ্রন্টের ছোট শরিকদের মনে। কিন্তু তা উপেক্ষা করেই কংগ্রেসের হাত ধরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য-সূর্যকান্ত মিশ্ররা। নির্বাচনী বিপর্যয়ের পর এবার সিপিএমের বিরুদ্ধে ফনা তুলতে শুরু করেছে শরিক দলগুলি। ভোট বিপর্যয় কাঁটাছেড়া করতে গিয়ে, মঙ্গলবার কার্যত বড় শরিক সিপিএমকেই কাঠগড়ায় তুলল সিপিআই।

ভোটপ্রচারে রাহুল গান্ধির মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআই।

advertisement

মুরারই, রামপুরহাট বা আলিপুরদুয়ার। রাজ্যের বেশ কয়েকটি আসনে শরিক প্রার্থীদের বদলে কংগ্রেসের হয়ে প্রচার করেছে সিপিএম। সেই ঘটনাকে হাতিয়ার করেও এদিন বড় শরিকের বিরুদ্ধে তোপ দাগেন প্রবোধ পাণ্ডারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এতকিছুর পরও অবশ্য ইতিহাস বজায় রেখে, প্রকাশ্যে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানতে নারাজ সিপিআই রাজ্য সম্পাদক। বাম ঐক্য ধরে রাখার বাধ্যবাধকতা নাকি অস্তিত্ব রক্ষার লড়াই? সিপিআইয়ের অবস্থানে প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভা ভোটের বিপর্যয়ে সিপিএমকে কাঠগড়ায় তুলল সিপিআই