গ্রেফতারির চারদিনের মাথায় বিক্রম চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘটনার পূনর্নির্মাণ করল পুলিশ। ২৯ এপ্রিল ভোররাতে দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহানের। জখম হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দুর্ঘটনার সময় ধরে সোমবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।
- বিক্রমকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ
- লেক মলের সামনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়
advertisement
- কী ভাবে দুর্ঘটনা অভিনেতার কাছে তা জানতে চায় পুলিশ
- দুর্ঘটনার পর কী করেছিলেন বিক্রম তাও জানতে চান তদন্তকারীরা
দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে বিক্রম হাসপাতালে যান বলে দাবি তদন্তকারীদের। মাঝের সময়টা অভিনেতা কী করছিলেন ? তারই হদিশ পেতে চায় পুলিশ। সোমবার ফের আদালতে পেশ করা হয় বিক্রম চট্টোপাধ্যায়কে। তাঁর আইনজীবী দাবি করেন,
- ঘটনার সময় বিক্রম মদ্যপ ছিলেন এরকম কোনও মেডিক্যাল প্রমাণ পুলিশের কাছে নেই
- তদন্তে সবরকম সহযোগিতা করেছেন বিক্রম চট্টোপাধ্যায়
- যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক
পাল্টা জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন,
- বিভিন্ন সময় মিথ্যে তথ্য দিয়েছেন বিক্রম
- তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি
দু’পক্ষের বক্তব্য শুনে বিক্রমকে ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আপাতত প্রেসিডেন্সিই ঠিকানা সোনিকা মৃত্যুকাণ্ডে অভিযুক্ত বিক্রম চট্টোপাধ্যায়ের।