TRENDING:

বিক্রমের জেল হেফাজত, দুর্ঘটনার পর কী করছিলেন তিনি ? তদন্তে জানতে চায় পুলিশ

Last Updated:

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে সময় দুর্ঘটনা, সেই সময় ধরেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। রবিবার ভোররাতে বিক্রম চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। দুর্ঘটনা ও হাসপাতালে যাওয়ার মাঝের সময় কী করছিলেন অভিনেতা ? তারই হদিশ পেতে চাইছে পুলিশ। পুলিশ হেফাজত শেষে আজ, সোমবার ফের বিক্রমকে আদালতে তোলা হয়। তাঁকে ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement

গ্রেফতারির চারদিনের মাথায় বিক্রম চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘটনার পূনর্নির্মাণ করল পুলিশ। ২৯ এপ্রিল ভোররাতে দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহানের। জখম হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দুর্ঘটনার সময় ধরে সোমবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।

- বিক্রমকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ

- লেক মলের সামনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়

advertisement

- কী ভাবে দুর্ঘটনা অভিনেতার কাছে তা জানতে চায় পুলিশ

- দুর্ঘটনার পর কী করেছিলেন বিক্রম তাও জানতে চান তদন্তকারীরা

দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে বিক্রম হাসপাতালে যান বলে দাবি তদন্তকারীদের। মাঝের সময়টা অভিনেতা কী করছিলেন ? তারই হদিশ পেতে চায় পুলিশ। সোমবার ফের আদালতে পেশ করা হয় বিক্রম চট্টোপাধ্যায়কে। তাঁর আইনজীবী দাবি করেন,

advertisement

- ঘটনার সময় বিক্রম মদ্যপ ছিলেন এরকম কোনও মেডিক্যাল প্রমাণ পুলিশের কাছে নেই

- তদন্তে সবরকম সহযোগিতা করেছেন বিক্রম চট্টোপাধ্যায়

- যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক

পাল্টা জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন,

- বিভিন্ন সময় মিথ্যে তথ্য দিয়েছেন বিক্রম

advertisement

- তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি

দু’পক্ষের বক্তব্য শুনে বিক্রমকে ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত প্রেসিডেন্সিই ঠিকানা সোনিকা মৃত্যুকাণ্ডে অভিযুক্ত বিক্রম চট্টোপাধ্যায়ের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিক্রমের জেল হেফাজত, দুর্ঘটনার পর কী করছিলেন তিনি ? তদন্তে জানতে চায় পুলিশ