শুধু অষ্টম থেকে দ্বাদশ নয়, উচ্চশিক্ষাতেও রাজ্যসরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মেয়েরা ৷ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্যও শীঘ্রই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ শুক্রবার কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে বিশেষ স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ৷ নাবালিকা কন্যাদের পড়াশুনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প ৷ এই কবছরে এই প্রকল্পের কারণেই স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা অনেক কমেছে ৷
advertisement
এদিন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শীঘ্রই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে ৷ তিনি বলেন,
ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় রয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার পড়ুয়া ৷ এতদিন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাই এই সুবিধা পেতেন ৷ যাদের পরিবারের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকার কম, সেই পরিবারের মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় স্কলারশিপ দেয় রাজ্য সরকার ৷ রাজ্যের স্কুলগুলির মাধ্যমে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের নাম সরকারি এই প্রকল্পে নথিভুক্ত করা হয় ৷ ১৮ বছর হওয়ার পর স্কুলের গন্ডি পেরোলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য সরকারের তরফ থেকে এককালীন ২৫ হাজার টাকা অথবা বার্ষিক ৫০০ টাকা দেওয়া হয় ৷ গড়ে প্রতিবছর ১৮ লক্ষ ছাত্রী বার্ষিক স্কলারশিপ ও ৩.৫ লাখ পড়ুয়া এককালীন স্কলারশিপ পায় ৷
শুধু স্নাতকোত্তরে কন্যাশ্রী শুরু করার ঘোষণা ছাড়াও আরও একটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ বিদেশে গবেষণা করতে ছাত্রীদের জন্যও থাকছে স্কলারশিপ। তিনি বলেন- ‘আর্থিক প্রতিযোগিতা নয়, এবার হবে মেধা, সংস্কৃতির প্রতিযোগিতা ৷ ১০ ছাত্রীকে গবেষণার খরচ দেওয়া হবে ৷ খরচ দেবেন অনাবাসী ভারতীয়রা ৷ ছাত্রীদের কাছে মানবিক মুখ প্রত্যাশা করি ৷’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কন্যাশ্রী এখন বিশ্বশ্রী ৷ রাষ্ট্রসংঘের কাছে আমরা কৃতজ্ঞ ৷ বিশ্বের সেরা পুরস্কার পেয়েছে কন্যাশ্রী ৷ কন্যাশ্রীর বিশ্বজয়ে গর্বিত বাংলা ৷ কন্যাশ্রীর মেয়েদের অভিনন্দন ৷ মেয়েরা শুধু কন্যাশ্রী নয়, তারা ভাগ্যশ্রী ৷’
কন্যাশ্রীর সাফল্যে থামছে না রাজ্য। বরং আগামীদিনে এই প্রকল্পকে মডেল করেই সামাজিক সুবিধা আরও ছড়িয়ে দেওয়ার রাস্তায় হাঁটতে চায় রাজ্য। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই তা স্পষ্ট।
উল্লেখ্য, ইতিমধ্যেই সিলেবাসে অন্তর্ভুক্ত ‘কন্যাশ্রী’ ৷ তবে এবার রাষ্ট্রসংঘের এই বিশেষ স্বীকৃতির কথা তাতে যুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে থাকবে রাষ্ট্রসঙ্ঘে কন্যাশ্রীর স্বীকৃতির কাহিনী ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}