TRENDING:

নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার সিবিআই নজরে কাকলি ঘোষদস্তিদারও

Last Updated:

নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার সিবিআই নজরে কাকলি ঘোষদস্তিদারও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদকাণ্ডে এবার ডাক পড়ল কাকলি ঘোষদস্তিদারেরও ৷ ইকবাল, সৌগত, সুব্রতর সঙ্গে সিবিআই নোটিস পেয়েছেন তৃণমূলের এই দাপুটে নেত্রীও ৷
advertisement

স্টিং ফুটেজ কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেত্রী কাকলি ঘোষদস্তিদারকে হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বুধবারই কাকলি ঘোষদস্তিদারকে ইমেল করে আগামী সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

একইসঙ্গে নারদ তদন্তে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করল সিবিআই । নোটিস দিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু, কলকাতার বাইরে থাকায় আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন সুব্রত।

advertisement

অন্যদিকে, এই মামলাতেই সুলতান আহমেদ ও ইকবাল আহমেদের ভয়েস টেস্ট করতে চায় সিবিআই। আজই সিডি জমা দিয়েছে দূরদর্শন।

এর আগে শাসকদলের সাংসদ সৌগত রায়কে নোটিস দিয়েছে সিবিআই ৷ নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের জমা দেওয়া ৫৩ ঘণ্টার ভিডিও ফুটেজে সৌগত রায় ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়েরও ভিডিও ক্লিপ ছিল ৷ সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই সিবিআই ডেকে পাঠিয়েছে সাংসদকে ৷ এর আগে খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ ও সৈয়দ মির্জাকেও ডেকে পাঠিয়েছিল তদন্তকারী দল ৷

advertisement

২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ‍্যে আসে নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তের পর সব মিলিয়ে নারদকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করে সিবিআই ৷

এই ১৩ জন অভিযুক্তদের মধ্যে রয়েছেন--

১)মুকুল রায়,

২)শুভেন্দু অধিকারী,

৩)সুব্রত মুখোপাধ্যায়,

৪)সৌগত রায়,

৫)মদন মিত্র,

advertisement

৬)শোভন চট্টোপাধ্যায়

৭)সুলতান আহমদ

৮)ইকবাল আহমেদ

৯)ফিরহাদ হাকিম

১০) অপরূপা পোদ্দারের

১১) প্রসূন বন্দ্যোপাধ্যায়ের,

১২) সৈয়দ মির্জার,

১৩) কাঁকলি ঘোষ দস্তিদার

সোমবার সিবিআই হানা দিল অভিনেত্রী ও তৃণমূল সাংসাদ শতাব্দী রায়ের বাড়িতে ৷ সল্টলেকের বাড়িতে প্রায় ২ ঘণ্টা ধরে শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই ৷ সারদাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় শতাব্দীকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, নারদ কাণ্ডের তদন্তে মেয়র শোভন চট্টাপাধ্যায়কে ফের তলব করেছে ইডি ৷ ২৫ জুলাই ফের সিজিও কমপ্লেক্সে তলব কলকাতার মেয়রকে। এর আগে ইডি-র চিঠি পেলেও তার বিষয় পরিস্কার নয় বলে আগেই দাবি করেছিলেন শোভন চট্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে ইকবাল, সৌগত, সুব্রতর পর এবার সিবিআই নজরে কাকলি ঘোষদস্তিদারও