এদিকে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ঝাড়গ্রামের তিন তরুণ ক্রিকেটার। ‘শ্রীলঙ্কান বোর্ড অফ ইয়ুথ ডেভেলপমেন্ট’-এর আয়োজনে অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা আয়োজিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। খেলা হবে শ্রীলঙ্কার নোয়ারাএলিয়া, ক্যান্ডি ও মাতারা শহরে। প্রতিযোগিতায় যোগ দেবে কলকাতার ইঞ্জিনিয়ার্স ক্লাবের টিম। এই দলেই রয়েছে ঝাড়গ্রামের আঠারো বছরের সোমনাথ দাস, ষোলো বছরের পুষ্পেন্দু পাহাড়ি ও জয়দীপ মাহাতো। শ্রীলঙ্কার বিভিন্ন জুনিয়র ও জেলাস্তরের দলের সঙ্গে খেলবেন তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2016 1:56 PM IST