TRENDING:

ঝাড়খণ্ডের বিরুদ্ধেই রঞ্জির প্রস্তুতি সারবে বাংলা

Last Updated:

রঞ্জির প্রস্তুতিতে মুম্বইয়ের পরিবর্তে বাংলার প্রতিপক্ষ ধোনির রাজ‍্য ঝাড়খণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রঞ্জির প্রস্তুতিতে মুম্বইয়ের পরিবর্তে বাংলার প্রতিপক্ষ ধোনির রাজ‍্য ঝাড়খণ্ড। ২২ অগাস্ট মনোজদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলবে ঝাড়খণ্ড। কলকাতায় এসে মোট দুটি ৩ দিনের মহড়া ম‍্যাচ খেলবে তারা। ধোনি না খেললেও দলে থাকবেন সৌরভ তিওয়ারি, ইশাঙ্ক জাগ্গির মত পরিচিত তারকারা। দুটি ম‍্যাচই হবে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ‍্যালয় ক‍্যাম্পাসের মাঠে। ২৭ অগাস্ট থেকে হবে দ্বিতীয় ম‍্যাচ। নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ব‍্যস্ত থাকায় বাংলার সঙ্গে রঞ্জি প্রস্তুতির ম‍্যাচে নামতে পারেনি মুম্বই। এবার তাদের বদলেই মনোজ-দিন্দাদের বিরুদ্ধে খেলবে ঝাড়খণ্ড।
advertisement

এদিকে একটি  ক্রিকেট টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ঝাড়গ্রামের তিন তরুণ ক্রিকেটার। ‘শ্রীলঙ্কান বোর্ড অফ ইয়ুথ ডেভেলপমেন্ট’-এর আয়োজনে অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা আয়োজিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। খেলা হবে শ্রীলঙ্কার নোয়ারাএলিয়া, ক্যান্ডি ও মাতারা শহরে। প্রতিযোগিতায় যোগ দেবে কলকাতার ইঞ্জিনিয়ার্স ক্লাবের টিম। এই দলেই রয়েছে ঝাড়গ্রামের আঠারো বছরের সোমনাথ দাস, ষোলো বছরের পুষ্পেন্দু পাহাড়ি ও জয়দীপ মাহাতো। শ্রীলঙ্কার বিভিন্ন জুনিয়র ও জেলাস্তরের দলের সঙ্গে খেলবেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝাড়খণ্ডের বিরুদ্ধেই রঞ্জির প্রস্তুতি সারবে বাংলা