বাগুইআটির ভিআইপি রোডের উপর একটি বার থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী। পেশায় ডান্সার প্রিয়াঙ্কা মণ্ডল দীর্ঘদিন ধরেই ওই বারে কাজ করতেন। পরিবারের দাবি, বার কর্তৃপক্ষের ঠিক করা গাড়িতেই নিয়মিত যাতায়াত করেন তিনি। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথেই তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। প্রিয়াঙ্কার মা মহুয়া মণ্ডলের বক্তব্য, একজন বলছে সাড়ে এগারোটায় বার থেকে বেরিয়েছে প্রিয়াঙ্কা আর একজন বলছে বারোটা, দুরকম কথা বলছে ৷
advertisement
প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, ভিআইপি রোডের ওই বার থেকে এয়ারপোর্টের কাছে বাড়ি আসতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট ৷ বৃহস্পতিবার রাত ১২ টায় ছুটির পর মেয়ের সঙ্গে কথাও হয় মা মহুয়া মণ্ডলের ৷ তারপর থেকেই প্রিয়াঙ্কার ফোন বন্ধ ৷ প্রায় আধ ঘণ্টা পরও মেয়ে বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের ৷ তখন ব্যান্ডের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ পরিবারের অভিযোগ, ম্যানেজার অভীক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ কিন্তু বাড়ি পৌঁছনোর দায়িত্বে থাকা সায়ন ঘোষ দস্তিদারের সঙ্গে সেসময় যোগাযোগ করা যায়নি ৷
যদিও বার কর্তৃপক্ষের পাল্টা দাবি, পরিবারের অত্যাচারেই বাড়ি ছাড়া প্রিয়াঙ্কা ৷
তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে রয়েছেন ৷ওই বন্ধুর সঙ্গেই বারে যাতায়াত করছেন তিনি ৷
অপহরণ না অন্তর্ধান? প্রিয়াঙ্কার নিখোঁজ হওয়া নিয়ে আপাতত বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। এরই মধ্যে ভিআইপি রোডের ওই বার কর্তৃপক্ষ, ব্যান্ড ম্যানেজার অভীক এবং গাড়ির দায়িত্বে থাকা সায়নের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।