অপরিচিত মানুষকে ভরসা করা কি তাহলে সত্যিই বিপদ? ফের একবার প্রশ্ন তুলে দিল নেতাজিনগরের এই ঘটনা। নিজের অ্যাকাউন্ট থেকে এদিন ৩১ হাজার টাকা তুলেছিলেন স্থানীয় বাসিন্দা দেবাশিস পোদ্দার। নেতাজিনগরের ব্যাঙ্ক অফ বরদার ব্রাঞ্চে বেলা পৌনে একটা নাগাদ টাকা তুলতে এসেছিলেন তিনি ৷
বেশ কয়েক হাজার টাকা একসঙ্গে তুলে অন্য একজনকে গুনতে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই ব্যক্তি টাকা গুনে প্রাপকের হাতে দিয়েই তাড়াতাড়ি চম্পট দেন। কিন্তু টাকার গোছা হাতে নিয়েই সন্দেহ হয় নেতাজিনগরের বাসিন্দা দেবাশিস পোদ্দারের। তিনি নিজে গুনে দেখেন, টাকার গোছায় ৩১ হাজার টাকার মধ্যে সাত হাজার টাকা কম রয়েছে। এর পরেই সম্বিৎ ফেরে দেবাশিসবাবুর। দেবাশিসবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলেও তদন্তে এগোচ্ছে পুলিশ ৷
advertisement
এদিকে এদিনই আরও একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শহরে ৷ ফুলবাগান থানা এলাকার সিআইটি রোডে যুক্তি অগ্রবাল নামে বাগুইআটির এক বাসিন্দা গাড়ি থেকে নামছিলেন। তখনই মোটরবাইকে দু’জন যুবক এসে তাঁর সোনার হার ছিনতাই করে পালায়। পুলিশ জানায়, একটু এগোতেই গর্তের মধ্যে পড়ে মোটরবাইকটি আটকে যায়। চালক আটকে গেলেও পিছনের আরোহী দৌড়তে থাকে। পুলিশ অবশ্য দু’জনকেই ধরে ফেলেছে। একজন ছিনতাইবাজ হারটি গিলে ফেলায় শেষপর্যন্ত কলা খাইয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে সেটিকে ৷