TRENDING:

‘‘ বাবাকেও কাজ শিখতে হয়েছে, আমিও একদিন সব শিখে যাব ’’: বৈশালী

Last Updated:

বাবার অভিজ্ঞতা বিশাল ছিল। কিন্তু সেটাও একদিনে হয়নি। বাবাকেও শিখতে হয়েছে। আমার ভুলত্রুটি হবে। কিন্তু আমিও একদিন শিখে যাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  প্রাক্তন সিএবি এবং আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে সিএবি-র যুগ্ম-সচিব পদে এসেছেন  ছেলে অভিষেক ডালমিয়া ৷ মেয়ে বৈশালী ডালমিয়াও পিছিয়ে নেই ৷ একধাপ এগিয়ে রাজনীতিতেই হাতে খড়ি হয়েছে তাঁর ৷  আসন্ন  বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷  রাজনীতিতে নেমেই বিধানসভা নির্বাচনে লড়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন বৈশালী ৷ আগামীদিনেও কাজটি ভালোভাবে করতে চান তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডালমিয়া কন্যাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করবেন , তা অনেক আগেই স্থির হয়ে গিয়েছিল ৷  রাজনীতিতে সাফল্যের সঙ্গে কাজ করতে বাবার আদর্শকেই মেনে চলতে চান তিনি ৷ বৈশালী বলেন, তাঁদের বাড়িতে রাজনৈতিক পরিবেশটা মোটেই নতুন নয় ৷ হয়তো ক্রিকেট প্রশাসনে ছিলেন ডালমিয়া ৷ সেখানেও রাজনৈতিক ব্যক্তিদের কোনও অভাব ছিল না ৷  তাই অনেক সময়েই অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে ৷ রাজনীতিতে নামাটা বৈশালীর জন্যও যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ, কিন্তু ছোটবেলার থেকে বাবাকে দেখেই শিখেছেন তিনি ৷  বাবার আদর্শকে ধরেই আগামীদিনে কাজ করতে চান তিনি ৷  বৈশালী ডালমিয়া আরও বলেন, ‘‘ ছোট থেকেই সামাজিক কাজকর্মে আমিও জড়িয়ে রয়েছি । ১৪ বছর বয়স থেকে। তার পর আমাদের সংস্থার প্রশাসনে ২১ বছর ধরে আছি। একেবারে খারাপ বোধহয় তাই করব না। জানি যে, তুলনা হবে। জগমোহন ডালমিয়ার মেয়ে বলে আমি কী করছি না করছি, তার উপর সবার নজর থাকবে। বাবার অভিজ্ঞতা বিশাল ছিল। কিন্তু সেটাও একদিনে হয়নি। বাবাকেও শিখতে হয়েছে। আমার ভুলত্রুটি হবে। কিন্তু আমিও একদিন শিখে যাব...। ’’ বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে বাছাইয়ের পর এখন বাবার পরামর্শকেই তাই সবচেয়ে বেশি মিস করছেন ডালমিয়া কন্যা বৈশালী ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ বাবাকেও কাজ শিখতে হয়েছে, আমিও একদিন সব শিখে যাব ’’: বৈশালী