TRENDING:

সোমেনের বাড়িতে বৈঠকেও মিলল না রফাসূত্র, জোটে জট অব্যাহত

Last Updated:

ভোটপ্রচারে পুরোদমে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, এখনও জোট জটে আটকে বাম-কংগ্রেস। আসন সমঝোতা নিয়ে রফাসূত্র খুঁজতে, শুক্রবার সিপিএমের মুখপত্রের দফতরে বৈঠকে বসেছিলেন সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানরা। শনিবারও জোট জট কাটাতে প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্রর মিন্টোপার্কের বাসভবনে বৈঠক করেন সিপিএম-কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে কংগ্রেস নেতারা জানান, আলোচনার মধ্যেই রফাসূত্র মিলবে। সিঙ্গুরে ভোট প্রচার সেরে বৈঠকে যোগ দিয়েছিলেন রবীন দেব। কিন্তু, বৈঠকের আলোচনা নিয়ে মুখ খুললেন না তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোটপ্রচারে পুরোদমে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, এখনও জোট জটে আটকে বাম-কংগ্রেস। আসন সমঝোতা নিয়ে রফাসূত্র খুঁজতে, শুক্রবার সিপিএমের মুখপত্রের দফতরে বৈঠকে বসেছিলেন সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানরা। শনিবারও জোট জট কাটাতে প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্রর মিন্টোপার্কের বাসভবনে বৈঠক করেন সিপিএম-কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে কংগ্রেস নেতারা জানান, আলোচনার মধ্যেই রফাসূত্র মিলবে। সিঙ্গুরে ভোট প্রচার সেরে বৈঠকে যোগ দিয়েছিলেন রবীন দেব। কিন্তু, বৈঠকের আলোচনা নিয়ে মুখ খুললেন না তিনি।
advertisement

প্রথম দফার নির্বাচনে পুরুলিয়ার জয়পুর আসনটি নিয়ে রয়েছে দড়ি টানাটানি। মুর্শিদাবাদ, মালদার পাশাপাশি, জোট জটে আটকে কলকাতার বেলেঘাটা, বন্দর ও দঃ ২৪ পরগনার মেটিয়াবুরুজ আসনগুলি। সূত্রের খবর, মুর্শিদাবাদ ছাড়া বাকি সব আসন নিয়েই শনিবারের বৈঠকে আলোচনা হয়। পুরুলিয়ার পাড়া আসনটি পেলে, জয়পুর আসন ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কংগ্রেস। এভাবেই জোট জটে আটকে আসনগুলির বিকল্প আসন নিয়ে আলোচনা করেই সমাধানের পথ খুঁজছে বাম-কংগ্রেস। রবিবারই দিল্লি থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, সোমবার ফের প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি বৈঠকে বসতে চলেছে। তার আগে, আবারও আলোচনায় বসে জোট জট কাটাতে উদ্যোগী বাম-কং নেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমেনের বাড়িতে বৈঠকেও মিলল না রফাসূত্র, জোটে জট অব্যাহত