প্রথম দফার নির্বাচনে পুরুলিয়ার জয়পুর আসনটি নিয়ে রয়েছে দড়ি টানাটানি। মুর্শিদাবাদ, মালদার পাশাপাশি, জোট জটে আটকে কলকাতার বেলেঘাটা, বন্দর ও দঃ ২৪ পরগনার মেটিয়াবুরুজ আসনগুলি। সূত্রের খবর, মুর্শিদাবাদ ছাড়া বাকি সব আসন নিয়েই শনিবারের বৈঠকে আলোচনা হয়। পুরুলিয়ার পাড়া আসনটি পেলে, জয়পুর আসন ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কংগ্রেস। এভাবেই জোট জটে আটকে আসনগুলির বিকল্প আসন নিয়ে আলোচনা করেই সমাধানের পথ খুঁজছে বাম-কংগ্রেস। রবিবারই দিল্লি থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, সোমবার ফের প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি বৈঠকে বসতে চলেছে। তার আগে, আবারও আলোচনায় বসে জোট জট কাটাতে উদ্যোগী বাম-কং নেতারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2016 12:39 PM IST