TRENDING:

বিক্রমের জামিনের আবেদন আদালতে গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

Last Updated:

জামিনের আবেদন আদালত গ্রাহ্য নয় ৷ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিক্রম ৷ তাই জামিনের আবেদন আদালত গ্রাহ্য নয় ৷ ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইকোর্টেও স্বস্তি পেলেন না বিক্রম চট্টোপাধ্যায় ৷ অভিনেতার জামিনের আবেদনে কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিল, ‘‘ জামিনের আবেদন আদালত গ্রাহ্য নয় ৷ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিক্রম ৷ তাই জামিনের আবেদন আদালত গ্রাহ্য নয় ৷ ’’
advertisement

বিক্রম জামিন মামলায় চাই নয়া প্রশ্ন। বিচারপতির অভাবে মামলার দেরি। গত ৫ জুন নিজের আগাম জামিনের আবেদন করেছিলেন বিক্রম। রাজ্যের আইনে ১ মাসের মধ্যে তার শুনানি হওয়ার কথা। কিন্তু এক মাস পার হলেও শুনানি হয়নি । তার আগেই গ্রেফতার হন অভিনেতা বিক্রম। কেন্দ্রীয় আইন মন্ত্রককে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রারকেও জানানোর নির্দেশ বিচারপতির।

advertisement

গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর মামলায় আপাতত ২৪ জুলাই পর্যন্ত বিক্রমের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ দুর্ঘটনার সময় ধরে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণও করেছে পুলিশ। রবিবার ভোররাতে বিক্রম চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। দুর্ঘটনা ও হাসপাতালে যাওয়ার মাঝের সময় কী করছিলেন অভিনেতা ? তারই হদিশ পেতে চাইছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে নতুন বন্দিরা এলে যেখানে রাখা হয়, সোমবার রাত থেকে বিক্রমকে সেই ‘আমদানি ওয়ার্ড’-এই রাখা হয়েছে। অভিনেতার সঙ্গী বলতে এখন দু’টি কম্বল, বিছানার চাদর, একটি থালা, গ্লাস এবং বাড়ি থেকে পাঠানো কিছু শুকনো খাবার, জামাকাপড় ও জিনিসপত্র। জেল সূত্রে খবর, প্রয়োজন ছাড়া কোনও কথাই বলছেন না বিক্রম ৷ তাঁকে দেখে যথেষ্ট মনমরাই দেখিয়েছে ৷ অন্য বন্দিরা একটু-আধটু ওয়ার্ডের আশেপাশে ঘোরাফেরা করেন। অনেকে ক্যান্টিনে গিয়ে নিজের টাকায় কিছু খাবার কিনেও খান। বিক্রম কিন্তু ও-সবের ধার দিয়েও যাননি এখনও পর্যন্ত ৷ আজ বুধবার হাইকোর্টেও কোনও স্বস্তির খবর পেলেন না বিক্রম ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিক্রমের জামিনের আবেদন আদালতে গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট