TRENDING:

ট্রেনের টিকিট কাটতে গেলে এবার এই জিনিসটা সঙ্গে রাখা বাধ্যতামূলক !

Last Updated:

রেলের টিকিট কাটতে গেলে সঙ্গে একটা জিনিস অবশ্যই রাখতে হবে আপনাকে ৷ যা নিয়ে যেতে ভুলে গেলেই কিন্তু মুশকিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  রেলের টিকিট কাটতে গেলে সঙ্গে একটা জিনিস অবশ্যই রাখতে হবে আপনাকে ৷ যা নিয়ে যেতে ভুলে গেলেই কিন্তু মুশকিল ৷ সেই জিনিসটা হল আধার কার্ড ৷ এতদিন বিষয়টা ছিল ‘থাকলেও হয়, আবার না থাকলেও ’ ৷ কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে ৷শুধু কাউন্টার থেকে টিকিট কাটাই নয়, অনলাইনে কাটতে গেলেও আধার কার্ড বাধ্যতমামূলক ৷ দুরপাল্লা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে (সংরক্ষিত ও অসংরক্ষিত ) খুব তাড়াতাড়ি রেলের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হচ্ছে  ৷
advertisement

আধার কার্ডের সঙ্গে রেল টিকিট জুড়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই ভাবনাচিন্তা চালাচ্ছিল রেলমন্ত্রক। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আর দিন পনেরোর মধ্যেই এবিষয়ে মন্ত্রক তাদের মতামত ও সিদ্ধান্ত জানিয়ে দেবে। টিকিট বুকিং-এর ক্ষেত্রে কারচুপি রোখার জন্যই কেন্দ্র এই পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গিয়েছে। টিকিট কাটার সময়ে আধার কার্ডের বিবরণ দেওয়ার পরেই একমাত্র আপনি বুক করতে পারবেন আপনার নামের টিকিটটি। আধারের মাধ্যমে সিনিয়র সিটিজেন, স্বাধীনতা সংগ্রামী, শারীরিক প্রতিবন্ধী, ছাত্র-ছা্ত্রী ও বেকার বিভিন্ন কোটার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টেই চলে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
ট্রেনের টিকিট কাটতে গেলে এবার এই জিনিসটা সঙ্গে রাখা বাধ্যতামূলক !