TRENDING:

এবার কলকাতায় অ্যামাজন, চিড়িখানায় আসছে অ্যানাকোন্ডা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমাজনের রাজা অ‍্যানাকোন্ডা। হলিউডের হাত ধরে তাঁর সঙ্গে আলাপ সকলের। টলিউডের দেবও করেছিলেন আমাজনে অভিযান। এবার আর রূপালি পর্দা নয়, কলকাতাতেই দেখা মিলবে অ‍্যানাকোন্ডার। আলিপুর চিড়িয়াখানাতেই অ‍্যানাকোন্ডার জন‍্য তৈরি হচ্ছে এক খণ্ড আমাজন।
advertisement

চলতি মাসের শেষেই চেন্নাই থেকে কলকাতায় আসছে সাড়ে চার ফুটের অ‍্যানাকোন্ডা। তার জন‍্য আলিপুর চিড়িয়াখানায় সাজো সাজো রব।

চিড়িয়াখানার ৫২ বাই ৩০ ফুটের এনক্লেভ। এখানেই তৈরি হচ্ছে এক টুকরো আমাজন।

থাকছে তিন ফুট গভীর জলাশয়, গাছের গুড়ি, নুড়ি পাথর, বড় ঘাস, অর্কিড-ফার্নের বোন সবই। ৈতরি করা হচ্ছে সাপের প্রিয় স্যাঁতস্যাঁতে আবহাওয়াও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দু’বছরেরও কম বয়স এই অ‍্যানাকোন্ডার। ভিনদেশি এই নতুন সদস‍্যকে বরণ করে নিতে তৈরি আলিপুর চিড়িয়াখানা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার কলকাতায় অ্যামাজন, চিড়িখানায় আসছে অ্যানাকোন্ডা