প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার পথে শরৎ বোস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছরের রেনুকা সরকার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা রেণুকা পাড়ারই পুজো আদি বালক সংঘের প্রতিমার শোভাযাত্রার সঙ্গে বেরিয়েছিলেন। যে ট্রেলারে ঠাকুর ছিল, সেই ট্রেলারেই বসেছিলেন তিনি। আচমকাই ট্রেলার থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিটার টেনে নিয়ে যায় গাড়ি। মহিলাকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলির চালক ও খালাসি ঘটনার পরেই পলাতক।
advertisement
অন্যদিকে, পূর্ব বর্ধমানের জামালপুরে বিসর্জনের দিনে প্রাণ হারালেন মাইক ব্যবসায়ী অচিন্ত্য পাল। জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের সময়ে মণ্ডপ থেকে মাইক খোলার কাজ করছিলেন বছর পঞ্চাশের অচিন্ত্য। সেই সময় বৈদ্যুতিক যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হন। গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।