যাঁর কেউ নেই, তাঁর বই আছে। বই অনেকেরই সেরা বন্ধু। নতুন বছরে কলকাতা পেল একেবারে অন্য বই। শুরু হল এক নতুন অধ্যায়ের। নাম - হিউম্যান লাইব্রেরি। এ এক খোলামেলা মঞ্চ। মুক্ত পাঠাগার। হিউম্যান লাইব্রেরিতে মানুষই বই। মানব-বই তাঁর জীবনের নানা অধ্যায় পাঠকদের শোনান। পাঠকরা প্রশ্ন করেন। মানব-বই উত্তর দেন। এভাবেই পাতা ওল্টায়। রবিবার এমনই অভিনব পাঠাগারের স্বাদ পেল কলকাতা। নিউটাউনের রবিতীর্থে, হিউম্যান লাইব্রেরিতে নিজেদের জীবনযুদ্ধের কাহিনি শোনালেন মানব-বইয়েরা।
advertisement
যে সব জীবন গল্প বলে, তাঁরাই হাতের কাছে বসে। এমন বই মনে ছুঁয়ে যায়।বই থাকে মলাটে। কিন্তু, এই সব বইয়ের কোনও মলাট নেই। এ মানব-বইয়ে আছে এক অন্য ধরনের উষ্ণতা। যাঁর জীবনই গল্প, তাঁর কাছ থেকে জীবনের গল্প শোনার উষ্ণতা। এ এক অন্যরকম অভিজ্ঞতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 4:11 PM IST