TRENDING:

Kolkata to Delhi-Mumbai Daily Flights: আর মাত্র ৩ দিন নয়, সপ্তাহে প্রতিদিনই কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে চলবে বিমান, জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Kolkata to Delhi-Mumbai Daily Flights: দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটের পাশাপাশি কলকাতা-লন্ডন বিমান চলাচলেরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র কলকাতায় পৌঁছে আরটিপিসিআর টেস্ট করাটা বাধ্যতামূলক বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে ‘পাড়ায় শিক্ষালয়’। এমনটাই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার বিধিনিষেধে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে ৷ যার মধ্যে বিমানও রয়েছে ৷ কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইট ফের সপ্তাহে প্রতিদিন উড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর আগে সপ্তাহে ৩ দিন এই রুটে বিমান চলাচল করছিল (Kolkata to Delhi-Mumbai Daily Flights) ৷
Kolkata Airport
Kolkata Airport
advertisement

আরও পড়ুন-অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার

করোনার বাড়বাড়ন্তের কারণেই এর আগে স্রেফ ব্রিটেন থেকে সমস্ত উড়ান বাতিল করাই নয়, নবান্নের তরফে জানানো হয়েছিল, সপ্তাহে মাত্র ২ দিন, সোম ও শুক্রবার দিল্লি  ও মুম্বই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে। পরে তা বাড়িয়ে ৩ দিন করা হয় ৷ কিন্তু সোমবারের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সপ্তাহে প্রতিদিন কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে বিমান চলাচলে আর কোনও সমস্যা রইল না ৷

advertisement

আরও পড়ুন-৪০ মাস ধরে বিনা ফিটনেস পরীক্ষায় যাত্রী পরিবহণ করছিল ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস !

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বিধিনিষেধ চালু হওয়ার পর এতদিন শুধুমাত্র সোম, বুধ এবং শুক্রবার  করে মুম্বই ও রাজধানী দিল্লি থেকে কলকাতায় বিমানে আসতে পারতেন যাত্রীরা ৷ দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটের পাশাপাশি কলকাতা-লন্ডন বিমান চলাচলেরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র কলকাতায় পৌঁছে আরটিপিসিআর টেস্ট করাটা বাধ্যতামূলক বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata to Delhi-Mumbai Daily Flights: আর মাত্র ৩ দিন নয়, সপ্তাহে প্রতিদিনই কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে চলবে বিমান, জানালেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল