আরও পড়ুন-অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার
করোনার বাড়বাড়ন্তের কারণেই এর আগে স্রেফ ব্রিটেন থেকে সমস্ত উড়ান বাতিল করাই নয়, নবান্নের তরফে জানানো হয়েছিল, সপ্তাহে মাত্র ২ দিন, সোম ও শুক্রবার দিল্লি ও মুম্বই থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে। পরে তা বাড়িয়ে ৩ দিন করা হয় ৷ কিন্তু সোমবারের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সপ্তাহে প্রতিদিন কলকাতা থেকে দিল্লি, মুম্বই রুটে বিমান চলাচলে আর কোনও সমস্যা রইল না ৷
advertisement
আরও পড়ুন-৪০ মাস ধরে বিনা ফিটনেস পরীক্ষায় যাত্রী পরিবহণ করছিল ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস !
বিধিনিষেধ চালু হওয়ার পর এতদিন শুধুমাত্র সোম, বুধ এবং শুক্রবার করে মুম্বই ও রাজধানী দিল্লি থেকে কলকাতায় বিমানে আসতে পারতেন যাত্রীরা ৷ দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইটের পাশাপাশি কলকাতা-লন্ডন বিমান চলাচলেরও অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র কলকাতায় পৌঁছে আরটিপিসিআর টেস্ট করাটা বাধ্যতামূলক বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে ৷