এর ফলে আগামী দিনে কোন সংস্থার ক্যাব তা রঙ অনুযায়ী বোঝা যাবে। বর্তমানে মিটার ট্যাক্সি চলে হলুদ রঙের। ওলা, উবের জাতীয় ক্যাব চলে সাদা রঙের। এবার রঙিন হতে চলেছে বাণিজ্যিক গাড়ি।ট্যাক্সি মানেই হলুদ এই ক্ষেত্রেও আসছে বদল।
advertisement
সাদা ট্যাক্সিও নামানো যাবে রাস্তায়। শহর কলকাতায় হলুদ ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে ৷ তা নিয়ে বিস্তর অভিযোগ করছেন অনেকেই ৷ যদিও রাজ্যের বক্তব্য তারা কোনও হলুদ ট্যাক্সি বাতিল করছে না ৷ দূষণের গেরোয় যেভাবে ১৫ বছর সংক্রান্ত নিয়ম আছে তার জেরেই বাতিল হচ্ছে একাধিক হলুদ ট্যাক্সি। তবে এই গাড়ি রক্ষা করতে সমস্ত ধরণের প্রচেষ্টা জারি আছে। যদিও রঙের গেরো উঠে যাওয়ার প্রসঙ্গে খুশি ক্যাব সংগঠনের নেতারা।
ক্যাব সংগঠনের নেতা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমাদের পক্ষে রঙের গেরো উঠে যাওয়ায় ভাল হল। তবে একমাসের মধ্যে ২০টা গাড়ি কিনে রাস্তায় নামানো হয়ত সকলের পক্ষে সম্ভব নয়৷ তবে হলুদ ট্যাক্সির মতোই সাদা ট্যাক্সি নামানো যাবে আবার হলুদ রঙের ক্যাব নামানো সম্ভব হবে। ফলে সেই দিক থেকে দেখতে পেলে গোটাটাই ভাল ইঙ্গিত বহন করবে ৷’’ আবার সংগঠনের অন্যতম নেতা নওল কিশোর শ্রীবাস্তব বলছেন, তারা হলুদ ট্যাক্সি রক্ষা করতে সমস্ত ধরণের প্রচেষ্টা চালিয়েছে ৷ রঙের বিধি উঠে যাওয়ায় এবার কর্পোরেট সংস্থা আসবে বলে মত তাদের। সূত্রের খবর, সামনেই রয়েছে বিশ্ববাংলা শিল্প সম্মেলন। সেখানে একাধিক ক্যাব সংস্থা আসতে পারে।