TRENDING:

সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী প্রতারণার শিকার, গ্রেফতার তাঁরই গানের স্কুলের এক যুবক

Last Updated:

kaushiki chakraborty: তাঁরই গানের স্কুলের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতারণার শিকার সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, প্রায় দুলক্ষ টাকা প্রতারণার অভিযোগ তাঁরই সঙ্গীত স্কুলের এক কর্মীর বিরুদ্ধে।
advertisement

আকাশ ভাণ্ডারী নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আকাশ বেশ কিছুদিন ধরে কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করতেন।

আরও পড়ুন- ‘লকেট তো যাত্রা শিল্পী, ভাল অভিনয় করেন,’ লকেটের কান্না নিয়ে কটাক্ষ শোভনদেবের

পুলিশ সূত্রে জানা যায়, কৌশিকী লক্ষ্য করেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে যে আয় হয় তা আচমকা কমে গিয়েছে। সন্দেহ হয় আকাশের ওপর। কৌশিকী অভিভাবকদের সাথে কথা বলে জানতে পারেন, আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছেন।

advertisement

আরও পড়ুন- প্রতিবছর ২১ জুলাই কেন মেনুতে থাকে ডিম-ভাত? জানুন নেপথ্যের কারণ…

১৮ জুলাই লেক থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

তিনি ওই টাকা দিয়ে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল কিনেছেন। মোবাইল উদ্ধার হয়েছে। এর পরই গ্রেফতার করা হয় আকাশকে। তাঁকে নিজেদের হেফাতজতে নিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী প্রতারণার শিকার, গ্রেফতার তাঁরই গানের স্কুলের এক যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল