এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম দশ স্থানের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৮০ জন । যার মধ্যে ১০ জন রয়েছেন কলকাতার । আর কোনও জেলা থেকেই একসঙ্গে এতজন মেধাতালিকায় স্থান পাননি ।
আরও পড়ুন: শীর্ষে গ্রন্থন, কলকাতার ১০, দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
যাদবপুর বিদ্যাপীঠ স্কুল থেকে পঞ্চম স্থান পেয়েছেন অভ্রদীপ্তা ঘোষ । তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬ । একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন যোধপুর পার্কের পাথফাইন্ডার এইচএস পাবলিক হাইস্কুলের অরিত্র রায় । ষষ্ঠ স্থান পেয়েছেন পাঠভবন স্কুলের তন্নিষ্ঠা মণ্ডল ও নবনালন্দা হাইস্কুলের সাগ্নিক তালুকদার । তাদের প্রাপ্ত নম্বর ৪৮৫ ।
advertisement
৪৮৪ নম্বর পেয়ে সপ্তম হয়েছেন বেথুন কলেজিয়েট স্কুলের দিশা ঘোষ । ৪৮৩ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যান্দিরের বিশ্বজিত্ দত্ত ।
নবম স্থানে রয়েছেন বিদ্যাভারতী গার্লস হাইস্কুলের শ্রেয়সী গাঙ্গুলি ও অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুলের নিশা যাদব । এরা দুজনেই পেয়েছেন ৪৮২ নম্বর ।
দশম স্থান পেয়েছেন নবনালন্দা হাইস্কুলের তীর্থ শঙ্খ বাছার ও পাথফাইন্ডার পাবলিক স্কুলের সায়নী দত্ত । এদের প্রাপ্ত নম্বর ৪৮১ ।