TRENDING:

Coronavirus: নতুন করে করোনা পরিস্থিতি, রাজ্যে আক্রান্ত ১৪ জন! আতঙ্ক না, বড় বার্তা দিল কলকাতা পুরসভা

Last Updated:

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। যদিও আগের মতো সংক্রমণের তীব্রতা নেই, তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নতুন করে করোনা সংক্রমণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে আবারও বাড়ানো হয়েছে সতর্কতা। কলকাতা পুরসভার তরফে অতীন ঘোষ জানিয়েছেন, সাপ্তাহিক মিটিং নির্ধারিত সময়ের আগেই ডাকা হয়েছে এবং সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষভাবে বোরো ভিত্তিক আলোচনা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্যে নতুন সংক্রমণের ঘটনা সামনে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Representative Image
Representative Image
advertisement

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। যদিও আগের মতো সংক্রমণের তীব্রতা নেই, তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গিয়েছে। সংক্রমণ ক্ষমতা থাকলেও মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় অনেক কম বলে জানান অতীন ঘোষ। কলকাতা পুরসভার তরফে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের চিহ্নিত করে আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরবর্তী বৈঠকের এডভাইসারির দিকেও নজর রাখা হচ্ছে ।

advertisement

পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আগত রোগীদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন অতীন ঘোষ। নতুন অনারারি হেলথ ওয়ার্কারদের সচেতন করতে বোরো ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কোভিড পরিস্থিতি হঠাৎ করে খারাপ হলেও পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেই রকম ভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কর্মীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এছাড়া, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিতেও কোভিড টেস্টের সুব্যবস্থাও রাখা হয়েছে। যাতে উদ্বেগ জনক পরিস্থিতি না হলেও দ্রুত চিহ্নিতকরণ এবং আক্রান্তদের আইসোলেট করতে সুবিধা হয়। ডেঙ্গি পরিস্থিতি প্রসঙ্গেও তিনি জানান, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গত বছরের মতোই সংক্রমণ সীমিত, ঊর্ধ্বগামী নয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনও জরুরি পরিস্থিতির জন্য পুরপ্রশাসন প্রস্তুত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coronavirus: নতুন করে করোনা পরিস্থিতি, রাজ্যে আক্রান্ত ১৪ জন! আতঙ্ক না, বড় বার্তা দিল কলকাতা পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল