মোটর সাইকেলে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। লেক থানার পুলিশ তদন্ত নেমেছে ইতিমধ্যেই। শহরে ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে। সেলিমপুর অন্তর্গত বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম
advertisement
সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। সহপাঠীরা যখন দুষ্কৃতীদের আটকাতে যায় তখন তাদেরকে ধাক্কা দিয়ে ছাত্রকে নিয়ে যাওয়া হয়। কী কারণে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। পুরনো কোনও শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে লেক থানার পুলিশ।
আরও পড়ুন: কুকুরের পায়ে শিক ঢুকিয়ে আঘাত! বাধা দিতে গিয়ে রক্তাক্ত প্রতিবাদীরা, মারাত্মক কাণ্ড
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল থেকে বেরোতেই ছাত্রের উপর চড়াও হয় বাইক আরোহী ১০ দুষ্কৃতী। টেনে হিঁচড়ে ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। বাধা দিলে ছাত্রের সহপাঠীদের মারধর করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। এখনও কোনও খোঁজ নেই ওই ছাত্রের।
সৌরভ তিওয়ারি