সূত্রের খবর, আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত বরুন ঘোষ জানায়, ‘‘টাকা চুরি করেছিল। টাকা পয়সা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। আমাকে অনেক কথা বলেছিল। টাকা আমি চুরি করিনি। আমি ওপরে যাই না,ওরা যায়। ছুরি ওই নিয়ে আসে ও আগে আমাকে গলায় মারে। গালিগালাজ করছিল।’’
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পরও পরকীয়া! ২৭ বছরের ছোট এই নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, হেমা জানতেই…
advertisement
প্রসঙ্গত, ঘটনায় ধৃত যুবক বরুণ ঘোষ পিকের বাড়ির ড্রাইভার। এবং খুন হওয়া গোপীনাথ মুহুরি ফাইফরমাশ খাটতেন। গোপী প্রায় বছর ১৫ পিকে ব্যানার্জির বাড়িতে। বরুণ তুলনায় নতুন, আট-দশ বছর ধরে কাজ করছে। গোপীর বাড়ি দুর্গাপুরে।
প্রয়াত ফুটবলার পিকের সল্টলেকের বাড়িতে তাঁর অবর্তমানে তাঁর দুই কন্যা পলা এবং পিক্সি থাকেন। সূত্রের খবর, সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। বাড়ির অন্য এক পরিচারক মোহন গিরির দাবি, ‘‘গতকাল যখন এই ঘটনা ঘটে তখন ম্যাডাম (পিকের কন্যা পলা) ছিল। ম্যাডাম পুলিশকে খবর দেন।’’ এ প্রসঙ্গে পিকের কন্যা পলার এখনও কোনও বয়ান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, গতকাল দোলের দিন প্রয়াত ফুটবলারের বাড়ি থেকে হাজার খানেক টাকা চুরি হয়। সেই নিয়ে বিকেলে এই দুজন কেয়ারটেকারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে রাতে যখন মদের আসর বসে তখন দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন বরুণ নামক যুবক ছুরি নিয়ে হামলা করে অপর কেয়ারটেকারের উপর। যদিও পুলিশ সূত্রে খবর মাঝে মধ্যেই মদ্যপান করে ঝামেলা করত ওই দু’জনে।