TRENDING:

Salt Lake: গড়িয়াহাট-সল্টলেকে অভিযান, উচ্ছেদ হকারদের! মমতার ধমকের পরই তৎপর পুরসভা

Last Updated:

Salt Lake, Gariahat: গড়িয়াহাট, সল্টলেকের হকারদের উচ্ছেদ করা হয়। জানা গিয়েছে, গড়িয়াহাট, সল্টলেকে একাধিক দোকান ভেঙে ফেলা হচ্ছে। গড়িয়াহাটে ৬ জন হকারকে আটক করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত সোমবার নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ‘বকাবকি’ করেন ছাড়লেন প্রশাসনিক সতীর্থদের। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে অভিযোগ উগরে দিলেন মমতা। মঙ্গলবার থেকেই শুরু সল্টলেক, গড়িয়াহাটে শুরু হল হকার ও অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ।
গড়িয়াহাট-সল্টলেকে অভিযান, উচ্ছেদ হকারদের! মমতার ধমকের পরই তৎপর পুরসভা
গড়িয়াহাট-সল্টলেকে অভিযান, উচ্ছেদ হকারদের! মমতার ধমকের পরই তৎপর পুরসভা
advertisement

গড়িয়াহাট, সল্টলেকের হকারদের উচ্ছেদ করা হয়। জানা গিয়েছে, গড়িয়াহাট, সল্টলেকে একাধিক দোকান ভেঙে ফেলা হচ্ছে। গড়িয়াহাটে ৬ জন হকারকে আটক করল পুলিশ। সল্টলেক ১৬ নাম্বার ট্যাঙ্কের কাছে অস্থায়ী দোকান ভাঙলো পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, একজনকে আটক করছে পুলিশ। একটি পুরনো দোকানকারকেই আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আপনার বাড়ির টিভিও কি দেওয়ালে লাগানো? তলে তলে বারোটা বাজছে না তো? এখনই সাবধান হন, ছোট্ট ভুলে খোয়াবেন হাজার হাজার টাকা

advertisement

সূত্রের খবর অনুযায়ী, এসএসকেএমের উল্টোদিকে ফুটপাতে দোকান প্লাস্টিক খোলার জন্য বলা হচ্ছে। কলকাতা মিউনিসিপ‍্যাল কর্পোরেশনের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়েছে। কাউন্সেলার ও প্রেসিডেন্ট রয়েছেন এই প্রচারাভিযানে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, কাউন্সিলারের উপস্থিতিতেই খোলা হচ্ছে দোকানের প্লাস্টিক। দোকানের প্লাস্টিক খুলে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, মুঠো মুঠো খাচ্ছেন কালোজাম! কাদের একেবারে বারণ? খাওয়ার পর ভুলেও মুখে তুলবেন না এই দুই জিনিস, তাহলেই সর্বনাশ

advertisement

সোমবারের বৈঠকে মুখ‍্যমন্ত্রী বলেন, ”সুজিত বসু লোক বসিয়ে দিছে। সল্টলেকের কাউন্সিলররা কোনও কাজ করে না।যেখান সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিচ্ছে। যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়াই।” পুর পরিষেবা নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে?” একইসঙ্গে তাঁর মন্তব্য, “কারও কারও অভ্যাস হয়ে গিয়েছে যতদিন আইসি, জেলাশাসক, এসডিও থাকব, কিছু গুছিয়ে নেব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

শঙ্কু সাঁতরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake: গড়িয়াহাট-সল্টলেকে অভিযান, উচ্ছেদ হকারদের! মমতার ধমকের পরই তৎপর পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল