ঘিঞ্জি এলাকা। তার মধ্যেই বাড়ি। ছোট জায়গায় বাড়ি তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই। কলকাতার বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার এই সব বেআইনি বাড়ির এবার জলের দরে আইনি বৈধতা পাওয়ার সুযোগ। সম্প্রতি, ছোট জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরেকটি পদক্ষেপ। বস্তি-কলোনিতে ছোট জায়গায় তৈরি বেআইনি বাড়িগুলিকে অনেক কম টাকায় বৈধ করার উদ্যোগ পুরসভার। একদম জলের দরে।
advertisement
অনুমতি ছাড়া বাড়ি তৈরি করলে রেগুলারাইজেশন ফি নিয়ে বৈধতা দেয় পুরসভা। তিন তলা বাড়ির ক্ষেত্রে রেগুলারাইজেশন ফি ছিল তিন লক্ষ ২৭ হাজার টাকা। এবার সেই রেগুলারাইজেশন ফি কমিয়ে করা হয়েছে মাত্র ৪২ হাজার টাকা, অর্থাৎ ২ লক্ষ ৮৫ হাজার টাকার সুরাহা। শুধুমাত্র নিজের বাড়ির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। ফ্ল্যাট বা বাণিজ্যিক কারণে ব্যবহৃত বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। এই সুবিধা মিলবে শুধুমাত্র বস্তি ও কলোনি এলাকা এবং পাট্টা পাওয়া জমিতে তৈরি বাড়ির ক্ষেত্রে।