এই ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে খরচ করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রের একের পর এক স্বীকৃতি প্রমাণ করছে কলকাতা তথা বাংলার সাফল্য। এবার পরিবেশ উন্নয়নের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। এই সাফল্যর কথা জানিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন্যব উৎসাহ ভাতা দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে খরচ করা হবে। দূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা স্বীকৃতি আদায় করে নিল কলকাতা পুরসভা। বিরোধীদের সমালোচনা উড়িয়ে কেন্দ্রীয় সরকার পরিবেশ নিয়ে কলকাতার এই সাফল্য স্বীকার করে নিতে কার্যত বাধ্য হল।’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই সাফল্যর কথা জানিয়েছেন। রাজ্য সরকার তথা পুরসভার পরিবেশ সংরক্ষণে ভূমিকার কথা উল্লেখ করে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েকবছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত্যন্ত সম্মানের দিন।”
পরিবেশ সংরক্ষণের বিষয়ে ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েক বছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত্যন্ত সম্মানের দিন। টাউন হলের কর্মসূচিতে ‘ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ ঘোষণা করেন মেয়র। শহরে সবুজায়ন বাড়াতেও আবেদন জানান। শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস্যা হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান।’