কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)
রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত
ধাপা- ৫১
তপসিয়া- ৫০
উল্টোডাঙ্গা- ৪৭
গড়িয়া (কামডহরি)- ৪১
advertisement
বেহালা- ৪৩
জোকা- ৩১
বালিগঞ্জ- ১০১
মোমিনপুর- ৪৯
চেতলা- ৩৩
মানিকতলা- ৪৬
দত্তবাগান- ৪৭
বীরপাড়া- ৪২
কলেজ স্ট্রিট- ৭২
পামার বাজার- ৫৭
ঠনঠনিয়া- ৪৪
নিম্নচাপের ইউ-টার্ন। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টিপাত বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ শনিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ নিম্নচাপ ছত্তিশগড়ে ঢুকেই ইউ-টার্ন নিয়েছে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও। আজ, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
