আরও পড়ুন- রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এই ব্যক্তি; কত কোটি টাকা দিয়েছেন জানেন?
আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে প্রজাতন্ত্র দিবস, শনিবার ও রবিবার নিয়ে মোট তিনটি ছুটির দিন। আর এই সুযোগে জগন্নাথ দেবের দর্শন এবং সমুদ্র উপভোগ করার জন্য অসংখ্য মানুষ ভিড় করতে চলেছেন পুরীতে।
advertisement
আরও পড়ুন– সামনে এল ‘দ্য মুড অফ ভারত’ রিপোর্ট, লোকসভা ভোটের আগে দেশবাসী কী ভাবছে দেখুন
হাওড়া এবং শিয়ালদহ থেকে পুরী যাওয়ার ট্রেনে বিপুল পরিমাণ বার্থ রিজার্ভেশন এর জন্য আবেদন করা হয়েছে, স্বভাবতই ওই রুটের ট্রেনগুলিতে প্রচুর ওয়েটিং লিস্ট লক্ষ্য করা যাচ্ছে। যেমন 22201 শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস এবং 02311 হাওড়া-পুরী বন্দে ভারত স্পেশ্যাল ট্রেনটিতে ২৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সব থেকে বেশি টিকিটের চাহিদা দেখা যাচ্ছে।