TRENDING:

নির্বাচনের আগে গত কয়েকমাসে বাতাসে বারুদের গন্ধ, সতর্ক বার্তা পুলিশের 

Last Updated:

কড়া হাতে রাশ টানতে বার্তা কলকাতা পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শুটআউটের  ঘটনা | গত দুমাস এ  কলকাতা  ও কলকাতা  সংলগ্ন  পার্শবর্তী এলাকায় পরপর শুটআউটের  ঘটনা ঘটেছে | কখনও  রাজনৈতিক দলের সংঘর্ষ,  কখনও পাড়ায় পাড়ায় গোষ্ঠীদন্দ্ব আবার কখনও প্রোমোটিং  বা এলাকা দখল নিয়ে ঝামেলার জেরে চলেছে গুলি | আর তাই কলকাতা পুলিশ কমিশনার  অনুজ শর্মা  ইতিমধ্যেই প্রতি থানাকে সতর্ক করেছেন মাসিক ক্রাইম বৈঠকে| বেআইনি অস্ত্রর চোরাচালান রুখতে পারলে শহরের বুকে যে কোনও গন্ডগোলের বা শুটআউটের ঘটনায় লাগাম পড়ানো যাবে বলে মনে করছে লালবাজার | সেই কারণেই ক্রাইম মিটিংয়ে নগরপালের  কড়া হুঁশিয়ারি, প্রত্যেক থানাকে নিজেদের এলাকায় গন্ডগোল দমনে সক্রিয় হতে হবে | একই সঙ্গে খোঁজ চালাতে হবে গন্ডগোলকারীদের |
advertisement

নির্বাচন কমিশনের পরিভাষায় এলাকায় এলাকায় যারা গন্ডগোল পাকায়, তাদের " ট্রাবল  মঙ্গার্স " বলা হয় এবং যারা দীর্ঘদিন নানা অপরাধের সঙ্গে যুক্ত, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, তোলাবাজি, রাজনৈতিক দলের হয়ে ঝামেলা পাকানো সাহ নানা কেসে একাধিকবার পুলিশের খাতায় নাম উঠেছে, জেলও খেটেছে, তাদের বলা হয় "হিস্ট্রি শিটার " । যেকটা  শুট  আউট  সহ   বড়   গন্ডগোল  হয়েছে, সেগুলি খতিয়ে দেখে এই ট্রাবল মঙ্গার্স  এবং হিস্ট্রি  শিটার্সদের  চিহ্নিত  করার  কাজে  থানাগুলোতে জোর দিতে বলেছে লালবাজার। সঙ্গে এই কাজে সক্রিয় হতে বলা হয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখাকেও|

advertisement

সাম্প্রতিক কালে উল্লেখযোগ্য  শুট আউটের ঘটনা, পুলিশ সূত্রের খবর :

2021 : 6 জানুয়ারি  2021,বরাহনাগারে  গুলি  চলে | রাজনৈতিক  কারণ এর পিছনে রয়েছে বলে অনুমান পুলিশের |

8  জানুয়ারি 2021- আনন্দপুর এ শুটআউট l আহত দুই  l প্রোমোটিং নিয়ে বিবাদ l

চিৎপুরে গুলি চলে  22 জানুয়ারি 2021,   মৃত এক l পারিবারিক  ঝামেলা l

advertisement

বেলুড়  23 জানুয়ারি 2021 l গুলি চলে বোমাবাজি,  আহত  এক l বিজেপি তৃণমূলের  ঝামেলা l

ট্যাংরা 29 জানুয়ারি 2021 সন্ধে, কয়েক রাউন্ড গুলি  চলে বলে অভিযোগ  স্থানীয়দের | এক  মহিলাকে মারধর ও বন্দুক  মাথায়  ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ | শূন্যে  গুলি ছোড়ে বলে অভিযোগ  স্থানীয়দের | গুলি চলেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ |

advertisement

2020  : 29 ডিসেম্বর  2020, হাওড়া  শালিমারে গুলিতে  মৃত এক   |  বাইক  নিয়ে ফিরছিলেন |  পিছনে  বন্ধু  আহত হন|  নেপথ্যে  প্রোমোটিং  এলাকা  দখল|

22 ডিসেম্বর 2020,  মধ্যমগ্রাম এ প্রজেক্ট  সাইডে  গুলিতে মৃত এক |  নেপথ্যে  প্রোমোটিং  এলাকা  দখল ও রাজনৈতিক  কারণ |                        2020 অক্টোবর  এর শেষের  দিকে | বড়বাজার   রবীন্দ্র  সরণি   গুলিতে আহত এক | হাওলা বা পুরোনো গদিতে লুঠ করতে এসে গুলি l

advertisement

ফলে  পরপর  যেরকমভাবে গুলির ঘটনা  ঘটেছে তাতে সতর্ক  কলকাতা  পুলিশ সহ পার্শ্ববর্তী এলাকার পুলিশ কমিশনারেটগুলি | মাসিক  ক্রাইম বৈঠকে নগরপাল নির্দেশ দেন প্রতি থানাকে, নির্বাচনের আগে অস্ত্র কারবার রুখতে কড়া নজরদারী চালানো, শহরে বেআইনি টাকার লেনদেন রুখতে হবে, পাড়ায়  পাড়ায় সংঘর্ষ রুখতে থানাকে সক্রিয় হতে হবে | সব মিলিয়ে বলা যায় গুলি চলার ঘটনা পরপর যেভাবে ঘটছে বা যেভাবে টাকা ভোটের আগে শহরে আসছে বা অস্ত্র উদ্ধারের দিকে বিশেষ নজর  রাখছে  কলকাতা  পুলিশ |

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচনের আগে গত কয়েকমাসে বাতাসে বারুদের গন্ধ, সতর্ক বার্তা পুলিশের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল