নির্বাচন কমিশনের পরিভাষায় এলাকায় এলাকায় যারা গন্ডগোল পাকায়, তাদের " ট্রাবল মঙ্গার্স " বলা হয় এবং যারা দীর্ঘদিন নানা অপরাধের সঙ্গে যুক্ত, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, তোলাবাজি, রাজনৈতিক দলের হয়ে ঝামেলা পাকানো সাহ নানা কেসে একাধিকবার পুলিশের খাতায় নাম উঠেছে, জেলও খেটেছে, তাদের বলা হয় "হিস্ট্রি শিটার " । যেকটা শুট আউট সহ বড় গন্ডগোল হয়েছে, সেগুলি খতিয়ে দেখে এই ট্রাবল মঙ্গার্স এবং হিস্ট্রি শিটার্সদের চিহ্নিত করার কাজে থানাগুলোতে জোর দিতে বলেছে লালবাজার। সঙ্গে এই কাজে সক্রিয় হতে বলা হয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখাকেও|
advertisement
সাম্প্রতিক কালে উল্লেখযোগ্য শুট আউটের ঘটনা, পুলিশ সূত্রের খবর :
2021 : 6 জানুয়ারি 2021,বরাহনাগারে গুলি চলে | রাজনৈতিক কারণ এর পিছনে রয়েছে বলে অনুমান পুলিশের |
8 জানুয়ারি 2021- আনন্দপুর এ শুটআউট l আহত দুই l প্রোমোটিং নিয়ে বিবাদ l
চিৎপুরে গুলি চলে 22 জানুয়ারি 2021, মৃত এক l পারিবারিক ঝামেলা l
বেলুড় 23 জানুয়ারি 2021 l গুলি চলে বোমাবাজি, আহত এক l বিজেপি তৃণমূলের ঝামেলা l
ট্যাংরা 29 জানুয়ারি 2021 সন্ধে, কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ স্থানীয়দের | এক মহিলাকে মারধর ও বন্দুক মাথায় ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ | শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের | গুলি চলেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ |
2020 : 29 ডিসেম্বর 2020, হাওড়া শালিমারে গুলিতে মৃত এক | বাইক নিয়ে ফিরছিলেন | পিছনে বন্ধু আহত হন| নেপথ্যে প্রোমোটিং এলাকা দখল|
22 ডিসেম্বর 2020, মধ্যমগ্রাম এ প্রজেক্ট সাইডে গুলিতে মৃত এক | নেপথ্যে প্রোমোটিং এলাকা দখল ও রাজনৈতিক কারণ | 2020 অক্টোবর এর শেষের দিকে | বড়বাজার রবীন্দ্র সরণি গুলিতে আহত এক | হাওলা বা পুরোনো গদিতে লুঠ করতে এসে গুলি l
ফলে পরপর যেরকমভাবে গুলির ঘটনা ঘটেছে তাতে সতর্ক কলকাতা পুলিশ সহ পার্শ্ববর্তী এলাকার পুলিশ কমিশনারেটগুলি | মাসিক ক্রাইম বৈঠকে নগরপাল নির্দেশ দেন প্রতি থানাকে, নির্বাচনের আগে অস্ত্র কারবার রুখতে কড়া নজরদারী চালানো, শহরে বেআইনি টাকার লেনদেন রুখতে হবে, পাড়ায় পাড়ায় সংঘর্ষ রুখতে থানাকে সক্রিয় হতে হবে | সব মিলিয়ে বলা যায় গুলি চলার ঘটনা পরপর যেভাবে ঘটছে বা যেভাবে টাকা ভোটের আগে শহরে আসছে বা অস্ত্র উদ্ধারের দিকে বিশেষ নজর রাখছে কলকাতা পুলিশ |
ARPITA HAZRA