কলকাতা: কলকাতা পুলিশের পক্ষ থেকে সেনা বাহিনীর গাড়ি আটকানোর ঘটনার প্রসঙ্গ উঠেছিল রাজ্য বিধানসভাতেও। এই ঘটনা ঘিরে ছড়িয়েছিল রাজনৈতিক উত্তাপ। এবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক মিউজিয়ামের সামনে সিগন্যাল ভাঙে সেনার ওই গাড়িটি। পরে মহাকরণের সামনে ওই গাড়িটি ডানদিক নিতে যায়, সেই সময়েই গাড়িটিকে আটকানো হয়। ওই লেন থেকে ডানদিকে ঘোরা নিষেধ ছিল। কলকাতা পুলিশের দাবির সপক্ষে সিসিটিভি ফুটেজও দেখায় কলকাতা পুলিশ।
advertisement
আরও পড়ুন: MP, MLA, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি- সব পদেই ছিলেন জগদীপ ধনখড়! জানেন কত টাকা পেনশন পাবেন?
কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক শ্রীকান্ত জগন্নাথ রাও বলেন, “এটি লেন ভায়োলেশন, রাশ ড্রাইভিংয়ের কেস, পুলিশ বনাম সেনা নয়। এটা যে কোনও ক্ষেত্রেই করা হয়, সাধারণত সেনার গাড়ির নম্বর গোপন থাকে, কেস করা হয় না। তবে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ হয়েছে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে থানার কথা হয়েছে“।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! আবার টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কত দিন চলবে বৃষ্টি?
পুলিশ সূত্রে খবর, ট্রাফিক গার্ডের হেড কোয়ার্টারের এক জন কর্তব্যরত সার্জেন্ট সেনাবাহিনীর ট্রাক চালকের বিরুদ্ধে বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন৷ পরে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর ধারা অনুযায়ী বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাও করেছে হেয়ার স্ট্রিট থানা৷