TRENDING:

Kolkata Police: অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে ‘FRP’ হেলমেট কিনছে লালবাজার, শক্তপোক্ত অথচ হালকা !

Last Updated:

এবার কলকাতা পুলিশের আধিকারিক থেকে কর্মী সকলের মাথা অক্ষত রাখতে আসছে হালকা, অথচ শক্তপোক্ত হেলমেট। আপাতত ৫০০টি আধুনিক হেলমেট আনা হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন‍্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমিত সরকার, কলকাতা: অশান্তি সামলাতে নেমে প্রোটেকশন গিয়ার যেমন ছিল বাধ্যতামূলক, তেমন মাথা, কান এবং মুখ বাঁচাতে হেলমেট পরা নিয়েও কোনও ঝুঁকি নেওয়া যাবে না। সপ্তাহ খানেক আগেই এসওপি মানতে নির্দেশ দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। এবার কলকাতা পুলিশের আধিকারিক থেকে কর্মী সকলের মাথা অক্ষত রাখতে আসছে হালকা, অথচ শক্তপোক্ত হেলমেট। আপাতত ৫০০টি আধুনিক হেলমেট আনা হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন‍্য।
অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে ‘FRP’ হেলমেট কিনছে লালবাজার (Representative Image)
অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে ‘FRP’ হেলমেট কিনছে লালবাজার (Representative Image)
advertisement

আরও পড়ুন– প্রতিদিন মাত্র ১৮১০টি ট্রেনে চেপে যাতায়াত করেন ৩৫ লক্ষেরও বেশি যাত্রী, একপ্রকার বিপাকে পড়েই মুম্বইয়ে অফিসের সময় বদলানোর আর্জি সেন্ট্রাল রেলওয়ের

আইন শৃঙ্খলা সামলাতে মানতে হবে এসওপি। পরতে হবে বিভাগের পক্ষ থেকে দেওয়া সবুজ হেলমেট। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এই হেলমেট অত‍্যাধিক ওজনদার হওয়ার কারণে অনেক পুলিশ কর্মী ক্রিকেট খেলার হেলমেট পরে এই ধরনের ডিউটি করেন। আর তাতে আঘাত লাগার সম্ভাবনা ও ঝুঁকি থাকছে। সম্প্রতি একটি অশান্তির ঘটনায় ছুটে আসা ইটের আঘাতে জখম হয়েছিলেন এক পুলিশ কর্তা। দেখা গিয়েছে উনি মাথায় ক্রিকেট খেলার হেলমেট পরে ছিলেন। ছুটে আসা ইট ওই হেলমেট ফাটিয়ে মাথা জখম করে । এরপরই এসওপি মেনে বিভাগের তরফে দেওয়া সবুজ হেলমেট বাধ্যতামূলক করে লালবাজার। কিন্তু তাতে দেখা যাচ্ছে ওই হেলমেট মজবুত হলেও অত‍্যন্ত ভারী, যা দীর্ঘ সময় ধরে পরে থাকতে অসুবিধা হয় বাহিনীর।

advertisement

আরও পড়ুন– বিমানের শৌচাগারের CCTV ফুটেজ খতিয়ে দেখছিল নিরাপত্তা সংস্থাগুলি, আচমকাই সন্দেহের তির ঘুরে গেল ইন্ডিগোর এক যাত্রীর দিকে ! ঠিক কী হয়েছিল?

এই পরিস্থিতিতে মাথা অক্ষত রাখতে আধুনিক হেলমেট আনছে লালবাজার। ফাইবারগ্লাস রেইনফোর্সড প্লাস্টিক বা এফআরপি হেলমেট আনা হচ্ছে। এই হেলমেট মূলত তৈরি পলি কার্বোনেট দিয়ে। হালকা অথচ শক্তপোক্ত। ল‍্যাব পরীক্ষার পর পুলিশ কর্মীদের জন্য আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৫০০ টি হেলমেট অর্ডার করা হয়েছে প্রস্তুতকারক সংস্থাকে। যার জন্য খরচ প্রায় সাত লক্ষ টাকা। প্রথম পর্যায়ে ১০০ টি নীল ও ৪০০ টি সবুজ রঙের এফআরপি হেলমেট আসছে লালবাজারে।নীল রঙের হেলমেট দেওয়া হবে র‍্যাপিড অ‍্যাকশন ফোর্সকে । আর বাকি ৪০০ সবুজ হেলমেট অন্য পুলিশ কর্মীদের জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কুয়াশা ও ধোঁয়ার মধ্যেও চারপাশ দৃশ‍্যমান থাকবে। এমনকি, অশান্তির মধ‍্যে যাতে কোনও ভাবেই স্ট্রাপ খুলে না যায়, সেই বিষয়েও নজর দিয়ে তৈরি করা হচ্ছে। লালবাজারের দাবি, এই হেলমেটে কোনও ভারী বস্তুর আঘাতেও অক্ষত থাকবে মাথা। এমনকি কানেও প্রোটেকশন থাকছে এই নয়া হেলমেটে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে ‘FRP’ হেলমেট কিনছে লালবাজার, শক্তপোক্ত অথচ হালকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল