নির্দেশিকায় বলা হয়েছে, ডিউটি চলাকালীন প্রত্যেক অফিসার ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক কর্মীদের সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থাকা এবং টহলদারিতে জোর দিতে হবে৷ নাকা পয়েন্টে জোর নজরদারি চালাতে হবে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বাইক রেসের মতো বিষয় রোখার উপরে নজর দিতে হবে৷
আরও পড়ুন: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!
advertisement
হেলমেট ছাড়া বাইক চালক এবং আরোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে৷ ট্রাফিক গার্ডের অন্তগর্ত হাসপাতাল, হস্টেল, বহুতল, শপিং মল-এর মতো জায়গা গুলিতে টহলদারি বাড়াতে হবে। মহিলা ও বাচ্চাদের সুরক্ষায় জোর দিতে হবে৷
যদি ট্রাফিক পুলিশের কোনও কর্মী অথবা অফিসার ডিউটিতে কোনও লক্ষণীয় ঘটনা দেখতে পান, তবে তাঁরা তাৎক্ষণিকভাবে ট্রাফিক কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম, লালবাজার এবং বিভাগীয় গার্ডে জানাবেন এবং প্রয়োজনে তারা বিভাগীয় ডিসিকেও জানাবেন
নির্দেশিকায় বলা হয়েছে ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে পদক্ষেপ করতে হবে৷ ওসি টিসিআর প্রতিদিনের টহল অফিসারদের একটি তালিকা তৈরি করবেন এবং তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোল রুমে পাঠাবেন৷ টহল চলাকালীন সমস্ত নাইট অফিসারদের অবশ্যই নিরাপত্তা ও নিরাপত্তার জন্য বডি ক্যামেরা ব্যবহার করে প্রতিটি ঘটনার রেকর্ড রাখতে হবে